শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:১৭ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‘ইসি সচিব কি নিজেকে বাংলাদেশে নামের রাজত্বের নায়েব ভেবেছে?’

ফেসবুক : লেখক ও ফেসবুক অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, ইসি সচিব কি নিজেকে বাংলাদেশে নামের রাজত্বের নায়েব ভেবেছে?।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একথা বলেন।

পিনাকী ভট্টাচার্যের ভাষায়, হিরো আলমও একজন নাগরিক। এই রাষ্ট্রের উপরে তার হিস্যা ও অধিকার ইসি সচিবের চাইতে একবিন্দুও কম নয়। হিরো আলম সহ বাংলাদেশের সকল নাগরিক নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখাতে পারে। ইসি সচিব কি নিজেকে বাংলাদেশে নামের রাজত্বের নায়েব ভেবেছে?

এদের ধৃষ্টতা দেখে অবাক লাগে। নাগরিককে এরা এমনভাবে তাচ্ছিল্য করে যা তীব্রভাবে নিন্দাযোগ্য।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘হিরো আলম পর্যন্ত আমাদের হাইকোর্ট দেখায়। সেও বলে নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি। বোঝেন অবস্থা!’

তিনি বলেন, ‘হিরো আলম পর্যন্ত হাইকোর্ট দেখায়। সেও বলে নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি। বোঝেন অবস্থা! সে তো স্বতন্ত্র প্রার্থী। সে বগুড়া থেকে দাঁড়িয়েছে। প্রথমে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছেন। তারপর আমাদের কাছে আপিল করেছেন। মাননীয় কমিশন তার আপিল বাতিল করেছেন। তারপর সে হাইকোর্টে গিয়ে তারটা ক্লিয়ার করেছে। তারপর আগের তালিকার সঙ্গে তার (হিরো আলম) প্রতীক সংযুক্ত করে আমাদের কাছে পাঠিয়েছে। মহামান্য হাইকোর্ট থেকে বিভিন্ন নির্দেশনা আসছে। আমরা এগুলো নিয়ে একটু উদ্বিগ্ন এবং ব্যতিব্যস্ত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়