শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ষষ্ঠ বিপিএলের টিকিটের দাম প্রকাশ

আক্তারুজ্জামান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী মাস থেকে। এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে বিপিএলের ম্যাচগুলোর টিকিটের মূল্য। গত বারের টিকিট মূল্য এবারও অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বনি¤œ ২০০ এবং সর্বোচ্চ ২০০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

বরাবরের মতো এবারও মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ২ হাজার টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও ক্লাব হাউজ ৫০০ টাকা ধরা হয়েছে। অপরদিকে ভিআইপি স্ট্যান্ড, নর্দার্ন স্ট্যান্ড এবং সাউদার্ন স্ট্যান্ডের মূল্য নির্ধারিত হয়েছে ৩০০ টাকা। এছাড়াও ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ২০০ টাকা।

আসরের অন্য স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা এবং ক্লাব হাউজ যথারীতি ৫০০ টাকা। এছাড়াও গ্রিন হিল এরিয়ার টিকিট ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা নির্ধারিত হয়েছে।

অন্যদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিট মূল্যও ধার্য করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। সিদ্ধান্ত অনুযায়ী সেখানকার গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ২ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিপিএলের টিকিট মূল্যের তালিকাটি দেখে নিন :
শের-ই বাংলা স্টেডিয়াম : গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা, সাউদার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা,

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম : গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, গ্রিন হিল এরিয়া- ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম : গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

উল্লেখ্য আগামী ৫ই জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রতিটি দিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে বারোটায়। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। তবে শুক্রবার বিপিএলের প্রথম ম্যাচের খেলা দুপুর ২টায় এবং পরেরটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়