শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী -৫ আসনে জয় পরাজয় নির্ভর করছে নারী ভোটারের উপর

মঈন মোশাররফ : নোয়াখালী-৫ আসনটি হচ্ছে কবিরহাট ও কম্পানিগঞ্জ এই দুটি উপজেলা নিয়ে। এই আসনে মোট ভোটার সংক্ষা তিন লক্ষ্য একত্রিশ হাজার সত্তর জন। নতুন ভোটারের সংক্ষা সত্তর হাজার। এখানকার ভোটারদের একটি বিশাল অংশ প্রবাসে থাকায় নারী ভোটারের সংক্ষা বেশি। নারী ভোটারদের উপর নির্ভর করছে সবকিছু। স্থানীয় সাংবাদিক ইকবাল হোসেন চৌধুরী বলেন, নারী ভোটারদের যেই দলের প্রতি আগ্রহ থাকবে তারাই বিজয়ী হবে। কবিরহাটের এক ব্যবসায়ি বলেন, গত দশ বছরে এখানে নারী ভোটারের সংক্ষা বেড়েছে। তাই নারী ভোটারের উপর সবকিছু নির্ভর করছে।

গত ২৭ বছর ধরে প্রতিদ্বন্দিতা হয় আওয়ামী লীগ ও বিএনপি এই দুটি দলের মধ্যে। ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচন থেকে হচ্ছে এই প্রতিদ্বন্দিতা। এবারও এর পরিবর্তন হবে না। যদিও এখানে মোট প্রার্থীর সংক্ষা ৮ জন কিন্তু মূল প্রতিদ¦ন্দি¦তা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। উভয় দল মাঠে নামছে নিজ নিজ কৌশল নিয়ে। কিন্তু নারীদের জীবন ব্যবস্থার মান উন্নয়নে তাদের কোনো উল্লেখযোগ্য প্রতিশ্রুতি নেই।

কম্পানিগঞ্জ মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বলেন, ২০০৮ সালের রাস্তা ঘাটের যে আবস্থা ছিলো আর বর্তমানের আবস্থা কী হয়েছে জনগণ দেখতে পাচ্ছে। বর্তমানের ১০০ ভাগ কাজের এক ভাগ ২০০৮ সালে হয় নাই। জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিবে। তিনি বলেন খমতায় আওয়ামী লীগ সরকার আসলে নারী বান্ধব সরকার গঠন করা হবে।

এদিকে বিএনপি প্রচারনায় নেমেছে, কিন্তু তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। বিএনপি নেত্রী রওশন আক্তার বলেন, আমাদের নেতাকর্মীরা ঘর থেকে বের হতে পারছে না। তারা ক্ষমতায় ১০ বছর ছিলো তাদের অত্যাচার নির্যাতন, অপকর্ম, চাদাবাজি দেখেছে জনগণ। জনগণ ৩০ তারিখে ভোটের মাধ্য জবাব দিবেন। এই ভোটের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করে আনবো। তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ৯০% ভোট পেয়ে পাস করবে।

তিনি আরো বলেন, বিগত ১০ বছর আওয়ামী লীগ সরকার খমতায় ছিলো কিন্তু তারা নারী দের জীবন ব্যবস্থার মান উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে নাই।

স্থানীয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমেটির সাধারণ সম্পাদক তাজুদ্দিন আহম্মেদ তিনি দির্ঘদিন যাবত নির্বাচন পর্যবেক্ষন করছেন। তিনি বলেন সরকার ক্ষমতায় আসার পর মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেওয়ায় জনগণ খুশি হয়েছে। কিন্তু দুর্নীতির বিরোদ্ধে শক্ত পদক্ষেপ নিতে পারেন নাই। এছারাও নির্বাচনে ক্ষমতাশীন দরের প্রভাাব বিস্তারের অভিযোগ রয়েছে । তিনিও বলেন, এই আসনে নারী ভোটারদের উপর আনেক কিছু নির্ভর করছে। সূত্র: বিবিসি বাংলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়