শিরোনাম

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকো সীমান্ত দেয়াল শৈল্পিকভাবে নির্মিত হবে : ট্রাম্প

ওমর ফারুক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকো সীমান্তে নির্মিত দেয়াল ইস্পাত দিয়ে শৈল্পিকভাবে নির্মাণ করা হবে। বুধবার টুইটারে তিনি একথা বলেন। ইয়ন

টুইটারে ডেমোক্র্যাটদের উদ্দেশে তিনি বলেন, আমরা কংক্রিট নয় ইস্পাত দিয়ে এই সীমান্ত দেয়াল নির্মাণ করব।

আরেকটি টুইট বার্তায় তিনি জানান, নির্মিতব্য এই দেয়াল হবে অনেক সুন্দর। পাশাপাশি এর মাধ্যমে দেশের নিরাপত্তাও অনেকটা নিশ্চিত হবে। দ্রুত কাজটি শেষ করা হবে আর একবার শেষ করতে পারলে প্রতি মাসে আমাদের কয়েক বিলিয়ন ডলার বেঁচে যাবে।

ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে এই দেয়াল নির্মানের জন্য ৫ বিলিয়ন ডলার প্রাথমিক ব্যয়ের কথা বলেছেন। তিনি বলেন, সীমান্তে অবৈধ অভিবাসী ও মাদক চোরাচালান ঠেকানোর একমাত্র পথ হচ্ছে দেয়াল র্নিমান করা। ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান নেতারা চান এই দেয়াল তৈরি করতে হবে স্বল্প ব্যয়ে ও সবচেয়ে কার্যকর পদ্ধতিতে।

এর আগে ডেমোক্র্যাটরা দাবি করেছিলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল র্নিমাণের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি বরাদ্ধ করা যাবে না।

২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগে ট্রাম্প মেক্সিকো সীমান্তে কংক্রিটের দেয়াল র্নিমাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়