শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৪ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে জয়ললিতার ৭৫ দিনের খাবার বিল সোয়া কোটি রুপি

আব্দুর রাজ্জাক : ভারতের তামিলনাড়ু প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার ৭৫ দিনের খাবার বিল ছিল ১ কোটি ১৭ লাখ রুপি। ২০১৬ সালে মৃত্যুর আগে তিনি তামিলনাড়ুর অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় একাই এত বিশাল অংকের খাবার খেয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হিন্দুস্তান টাইমস

ভারতীয় প্রশাসন জয়ললিতার মৃত্যু রহস্য তদন্ত করতে গিয়ে অ্যাপোলো হাসপাতালের কাছে তার চিকিৎসার বিবরণ জানতে চায়। প্রশাসনের কাছে প্রদানকৃত ফাইলে হাসপাতালটি জানিয়েছে, জয়ললিতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর এবং মারা যান ৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে তার মোট হাসপাতাল বিল হয়েছিলো ৬ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার ৫শ ৮৪ রুপি। এখনো ৪৪ লাখ ৪৬ হাজার রুপি অপরিশোধিত রয়েছে।

হাসপাতালের নথি অনুযায়ী, পরামর্শ ফি বাবদ বিল করা হয়েছে ৭১ লাখ রুপি। স্বাস্থ্য সেবার জন্য ধরা হয়েছে ১ কোটি ৯২ লাখ রুপি এবং ঔষধ বিল রাখা হয়েছে ৩৮ লাখ রুপি। যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক ড. রিচার্ড বেলের সেবার জন্য আরো ৯২ লাখ রুপি ফি ধরা হয়েছে এবং সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফিজিওথেরাপির জন্য বিল করা হয়েছিলো মোট ১২লাখ রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়