শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাস গড়ে মেসির গোল্ডেন বুট জয়

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান লিগে গত মৌসুমে সর্বোচ্চ গোল করে গত মৌসুমেই পুরস্কার নিশ্চিত করেছিলেন লিওনেল মেসি । তবে উয়েফা কর্তৃপক্ষ সেই পুরস্কারটা তার হাতে তুলে দিল গতকাল। ফলে সর্বোচ্চ পঞ্চমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন বার্সেলোনা সুপারস্টার।

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসি পিছনে ফেলেছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও টটেনহাম হটস্পারের হ্যারি কেইনকে। গত মৌসুমে লা লিগায় ৩৬ ম্যাচে ৩৪ গোল করেছিলেন মেসি। আর ইংলিশ লিগে মোহাম্মদ সালাহ ৩২ ও হ্যারি কেইন করেছিলেন ৩০ গোল। লিগে সর্বোচ্চ গোলের জন্য পিচিচি ট্রফির পর এবার গোল্ডেন বুট জিতলেন মেসি।

গত মৌসুমে সর্বোচ্চ গোলের পর চলতি মৌসুমেও লিগে উড়ে চলছেন মেসি। লা লিগায় এখনো সর্বোচ্চ গোল নিয়ে অন্যদের চেয়ে এগিয়ে তিনি। এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

পঞ্চমবারের মতো এ পুরস্কার জিতে মেসি ছাড়িয়ে গেছেন সময়ের সেরা আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ তারকা চারবার জিতেছেন এই পুরস্কার। এর মধ্যে একটি জিতেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ১৯৬৭-৬৮ মৌসুম থেকে ইউরোপিয়ান গোল্ডেন বুট দেওয়া হচ্ছে। মেসি ও রোনালদো ছাড়া ইউরোপিয়ান গোল্টেন বুট দুবারের বেশি কেউ জিততে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়