শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৫:১৮ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন ব্রান্ডের নকল মোবাইল ও বিক্রয় : ১১ জনের কারাদন্ড

সুজন কৈরী : রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট থেকে নকল মোবাইল ফোনসেট ও বিক্রয় নিষিদ্ধ মোবাইল নেটওয়ার্ক প্রতিবন্ধকসহ (জ্যামার) ১১জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৩ ও বিটিআরসি যৌথভাবে মার্কেটের সিকদার এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ, মেসার্স আর আর এন্টারপ্রাইজ সরকার এন্টারপ্রাইজ, ক্যামেরা ভ্যালী, ইএম সাউন্ড ভিশন ও এইচ ডিক্যামেরা কালেকশন নামক দোকানে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, অভিযানকালে বিটিআরসির বিশেষজ্ঞরা দেখতে পান, দোকানগুলোতে বিভিন্ন ব্রান্ডের নকল বা ক্লোন মোবাইল ফোনসেট চীন থেকে এনে আসল বলে বিক্রি করা হচ্ছে। এসব ফোন সেটের সঠিক কোনো আইএমইআই নম্বর নেই। ফলে এসব সেট দিয়ে অপরাধীরা বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজ করছে। এছাড়া অতিমাত্রায় তেজষ্ক্রিয়া থাকায় সেটগুলো ব্যবহারকারীদের মারাত্মক ক্ষতির কারণও হতে পারে।

সারওয়ার আলম আরো বলেন, বিক্রয় নিষিদ্ধ হওয়ার পরও দোকানগুলোতে জ্যামার বিক্রি করা হচ্ছিল। এসব অভিযোগে সিকদার এন্টারপ্রাইজের ইসমাইল ও সাব্বির কাজীকে চার লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড, মুন এন্টারপ্রাইজের রাজিব হোসেন ও মো. হোসেনকে ছয় মাস, ক্যামেরা ভ্যালীর শিবলী সাদেক ও নাজমুল জামাল লিটনকে এক মাস, আর আর এন্টারপ্রাইজের নুরুজ্জামান ও বাবুলকে এক মাস, সরকার এন্টারপ্রাইজের মোয়াজ্জেম হোসেনকে ১৫দিন, ই এম সাউন্ড ভিশনের শামসুজ্জামান রাজীবকে ১৫দিন এবং এইচ ডি ক্যামেরা কালেকশনের জনিকে ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে। অভিযানকালে ছয় লাখ টাকার অবৈধ হ্যান্ডসেট ও জ্যামার জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়