শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি পূরণ না হওয়ায় কাল আবারও বৈঠকে বসছেন শীর্ষ আলেমগণ

আমিন মুনশি : তাবলিগ জামাতের চলমান দ্বন্দ্ব-সংকট নিয়ে আবারও বৈঠকে বসছেন আলেমগণ। আগামীকাল বুধবার সকাল ৮টায় ঢাকার যাত্রাবাড়ী অবস্থিত বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড- বেফাকের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । বেফাকের সহ-সভাপতি ও ঢাকার জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া এই সংবাদ নিশ্চিত করেছেন।

বৈঠকে তাবলিগ সংকট সমাধানে উলামায়ে কেরামের দাবি পূরণের অগ্রগতির পর্যালোচনা ও আগামীর করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে তিনি জানান। বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত থাকবেন ঢাকা ও ঢাকার আশেপাশের প্রতিনিধিত্বশীল আলেমগণ এবং তাবলিগের সিনিয়র মুরব্বিরা।

বৈঠক শেষে দাবি পূরণের অগ্রগতি ও পরবর্তী কর্মসূচির কথা গণমাধ্যমে তুলে ধরারও কথা রয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় প্রতিনিধিত্বশীল আলেম, কওমি শিক্ষাবোর্ডের দায়িত্বশীলগণ ও তাবলিগি মুরব্বিদের এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেগুলো হলো:

১. টঙ্গীর ইজতেমার মাঠে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা।

২. ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম, নাসিমসহ টঙ্গী হামলার ইন্ধনদাতাদের কাকরাইল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা।

৩. উলামায়ে কেরামের নেতৃত্ব মাওলানা সাদের বিভ্রান্তিসমূহ এবং এই বিষয়ে একটি ফতোয়া তৈরি করে সারা দেশে প্রচার করা। এই লক্ষ্যে ৬-১০ সদস্যের একটি কমিটি গঠন করা।

৪. তাবলিগের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৫-১৮ সদস্যের একটি কমিটি গঠন করা। তাতে দেশের শীর্ষ আলেম ও তাবলিগি মুরব্বিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

৫. যথাসময়ে ইজতেমা করা। তবে সরকারের সঙ্গে আলোচনা করে পূর্ব নির্ধারিত তারিখের কাছাকাছি সময়ে অন্য কোনো তারিখও নির্ধারণ করা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়