শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছর বয়স চুরি ভারতীয় ফুটবলারের

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বয়স লুকানো নতুন কিছু নয়। কিন্তু আইন কড়াকড়ি হওয়ায় এখন আর সেটা তেমন দেখা যায় না। তবে ভারতীয় ফুটবলে বয়স চুরির রেকর্ড তৈরি হয়েছে। এক-দুই বছর না, এক্কেবারে ১২ বছর লুকানোর অভিযোগ এসেছে ইন্ডিয়ান সুপার লিগে খেলা জামশেদপুর এফসির ভারতীয় ফুটবলার গৌরব মুখির বিরুদ্ধে।

চলতি ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির বিপক্ষে মাত্র ‘১৬ বছর’ বয়সে গোল করেই আইএসএলের ইতিহাসের কনিষ্ঠ গোলদাতা হিসেবে তারকা বনে গিয়েছিলেন গৌরব। কিন্তু এমন খবরে উল্লাস নয়, বিস্ময়ধ্বনিই শোনা গেছে বেশি। কারণ, কনিষ্ঠ এই গোলদাতার বয়স নিয়ে সন্দিহান ছিলেন সবাই।

উপমহাদেশে খেলাধুলায় বয়স চুরি নিত্য দিনের ঘটনা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপালের মতো দেশগুলিতে অনেক ক্রীড়াবিদই বয়স নিয়ে সবার সন্দেহের মধ্যে থাকেন। গৌরবও ছিলেন। কিন্তু বিপত্তি বাধল তিনি যখন দারুণ এক রেকর্ডেরই মালিক হয়ে গেলেন। একজন খেলোয়াড় দেখতে ২৫ বছর বয়সী, কিন্তু তিনি ১৬ বছরের সেজে ইতিহাসে নাম তুলে ফেলবেন- ব্যাপারটি যেন কেমন!

গৌরব ‘রেকর্ড’ গড়ার পরই তার বয়স নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তেই বেরিয়ে আসে আসল ব্যাপারটি। এই খেলোয়াড় ২০১৫ সালে জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে খেলেছে ঝাড়খন্ডের হয়ে। প্রথমে ধারণা করা হয়েছিল তার বয়স হয়তো ১৮ কিংবা ১৯। কিন্তু পরে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে তার বয়স ২৮! ইতিমধ্যে বয়স চুরির অপরাধে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে গৌরবকে। সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে বাতিল করা হয়েছে তার রেজিস্ট্রেশনও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়