শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে রাতের আঁধারে ইউপি আ’লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ইউপি আ’লীগের নির্বাচনী কার্যালয় রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে কে বা কার ওই কার্যালয় আগুন লাগিয়ে দেয় তা জানা যায়নি। এ আগুনে পাশের আরেকটি ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ওই দুটি ঘরের মালিক কাজীবাকাই ইফপির দক্ষিণ মাইজপাড়া গ্রামের হারুন মোল্লা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাতের বেলায় ওই দোকানে কেউ থাকেনা। এ না থাকার সুযোগে কে বা করা আগুন লাগিয়ে দেয় তা জানাযায়নি। আগুনের লেলিহান শিখা দেখে এলাকার মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা চালাল। ততক্ষণে আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক হারুন আমাদেরসময় ডট কমকে বলেন, স্থানীয় মানুষের ডাক চিৎকার শুনে আমরা এসে দেখি পুড়ে সব শেষ।

উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক শাহজালাল হাওলাদার বলেন, বিষয়টি আসলে দুঃখ জনক।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া আমাদেরসময় ডট কমকে বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্ততি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়