শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪১ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে আসার আগে বেলের স্মৃতিচারণ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের হয়ে বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে ঢাকার মাঠে শতক হাঁকিয়েছিলেন বেল। ঢাকার সেই মাঠে আবারও খেলতে নামবেন তিনি বিপিএলের আসরে।

আর সেই কারণে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত এই ইংলিশ। জানিয়েছেন ঢাকা ডাইনামাইটসে হয়ে দারুণ কিছু করে দেখাতে চান তিনি,

'বাংলাদেশকে নিয়ে আমার অনেক দারুণ স্মৃতি রয়েছে আমার। আমি একটি টেস্ট শতক হাঁকিয়েছিলাম সেখানে। ঢাকা ডাইনামাইটসের হয়ে যেটি আমার ঘরের মাঠ। সুতরাং আশা করি ভালো কিছুই হবে,' স্মৃতিচারণ করেণ বেল।

বিপিএলের ভূয়সী প্রশংসা করতেও ভোলেননি বেল। এই আসরে অনেক তারকা ক্রিকেটারদের সাথে খেলতে মুখিয়ে আছেন তিনি। ইংলিশ এই তারকা ক্রিবিপিএলে আসার আগে বেলের স্মৃতিচারণ
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের হয়ে বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে ঢাকার মাঠে শতক হাঁকিয়েছিলেন বেল। ঢাকার সেই মাঠে আবারও খেলতে নামবেন তিনি বিপিএলের আসরে।

আর সেই কারণে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত এই ইংলিশ। জানিয়েছেন ঢাকা ডাইনামাইটসে হয়ে দারুণ কিছু করে দেখাতে চান তিনি,

'বাংলাদেশকে নিয়ে আমার অনেক দারুণ স্মৃতি রয়েছে আমার। আমি একটি টেস্ট শতক হাঁকিয়েছিলাম সেখানে। ঢাকা ডাইনামাইটসের হয়ে যেটি আমার ঘরের মাঠ। সুতরাং আশা করি ভালো কিছুই হবে,' স্মৃতিচারণ করেণ বেল।

বিপিএলের ভূয়সী প্রশংসা করতেও ভোলেননি বেল। এই আসরে অনেক তারকা ক্রিকেটারদের সাথে খেলতে মুখিয়ে আছেন তিনি। ইংলিশ এই তারকা ক্রিকেটারের ভাষ্যমতে,

'প্রতি বছর বিপিএল দারুণ উন্নতি করছে এবং আমি সেখানে আমাদের স্কোয়াডে থাকা বড় বড় ক্রিকেটারদের সান্নিধ্য পেতে চাই ও তাদের কাছ থেকে শিখতে চাই।'

এদিকে শুধু বিপিএলেই নয়, আগামী পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আসরেও খেলবেন বেল। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা বেল বলেছেন,

'পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলতে পারাটা দারুণ কিছু হবে। সেখানে যাওয়ার জন্য এবং সর্বোচ্চটা দেয়ার জন্য আমি মুখিয়ে আছি। সেখানকার সমর্থকেরাও অসাধারণ ভূমিকা রাখে।'

কেটারের ভাষ্যমতে,

'প্রতি বছর বিপিএল দারুণ উন্নতি করছে এবং আমি সেখানে আমাদের স্কোয়াডে থাকা বড় বড় ক্রিকেটারদের সান্নিধ্য পেতে চাই ও তাদের কাছ থেকে শিখতে চাই।'

এদিকে শুধু বিপিএলেই নয়, আগামী পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আসরেও খেলবেন বেল। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা বেল বলেছেন,

'পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলতে পারাটা দারুণ কিছু হবে। সেখানে যাওয়ার জন্য এবং সর্বোচ্চটা দেয়ার জন্য আমি মুখিয়ে আছি। সেখানকার সমর্থকেরাও অসাধারণ ভূমিকা রাখে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়