শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৫ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না: ইশতেহারে বিএনপি

শাহানুজ্জামান টিটু: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহারে বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। বিধান করা হবে একাধারে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেয়া হবে। একদলীয় শাসন পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করা হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের সময় যেন সাধারণ মানুষের কোন ভোগান্তি না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিহিংসার পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।

ইশতেহারে মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসার পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায় পাল নিয়োগ করা হবে। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো বয়স সীমা থাকবে না। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে। দেশের উন্নয়নের দায়িত্ব থাকবে স্থানীয় সরকারের হাতে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে লেকসোর হোটেলে সকাল সাড়ে ১১ টায় ইশতেহার পাঠ করা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সুকোমল বড়ূয়া, গোলাম আকবর খন্দকার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়