শিরোনাম
◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটা হওয়ায় ক্যান্সারে মারা যাবে ১ কোটি ৩০ লাখ মানুষ!

রাশিদ রিয়াজ : বিশে^ মোটা হওয়ার কারণে ক্যান্সারে পুরুষের চেয়ে নারীরা মারা যাবে দ্বিগুণ। ক্যান্সার জার্নালের এক সমীক্ষা বলছে মোট হয়ে যাওয়ায় নারীদের মধ্যে স্তন ক্যান্সার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে আশঙ্কা রয়েছে লিভার ক্যান্সারের। শরীরের অতিরিক্ত ওজন বা ওবেসিটি থেকে বিশ্বের ৩.৯ শতাংশ ক্যান্সার হয়। ওজনের সঙ্গে কোথাও একটা ক্যান্সার হওয়ার প্রবণতা রয়েছে এবং এতে বিশে^র ১ কোটি ৩০ লাখ মানুষ রয়েছে মৃত্যু ঝুঁকিতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ২ কোটি ১০ লাখ নতুন ধরনের ক্যান্সার রোগের উল্লেখ পাওয়া যাবে। টাইমস অব ইন্ডিয়া

১৩ ধরনের ক্যান্সারের সঙ্গে ওবেসিটির সম্পর্ক রয়েছে বলে ওই জার্নালে উল্লেখ করা হয়েছে। এতে রয়েছে মেনোপজ পরবর্তী স্তন ক্যান্সার ও লিভার ক্যান্সার। রয়েছে আরও তিনটি ক্যান্সারের আশঙ্কা যার একটি হল প্রস্টেট ক্যান্সার। নতুন সমীক্ষার এক বিশেষজ্ঞ হিউনা সাং-এর কথায়, বেশিরভাগ মানুষই ওবেসিটি ও ক্যানসারের সম্পর্কের কথা জানেন না।

গত চার দশক ধরে বিভিন্ন এলাকা ভিত্তি করে এই সমীক্ষা চালিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা লক্ষ্য করেছেন পুরুষদের ক্ষেত্রে ওবেসিটির মাত্রা ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মহিলাদের ক্ষেত্রে সেই পরিমাণ ২৪ শতাংশ। বিশ্বের খাদ্যাভ্যাসের বিপুল পরিবর্তনের জেরেই মানুষের ওবেসিটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর জেরে মানুষের খাবারে পুষ্টি ও এনার্জির ঘাটতি থেকে যাচ্ছে। শারীরিক ক্ষমতাও হারিয়ে ফেলছে মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়