শিরোনাম

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে পৌনে ৩ কোটি টাকার সোনাসহ আটক ৪

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিমান সিকিউরিটিসহ চার যাত্রীকে আটক করে। তাদের কাছ থেকে ২ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা সমূল্যের প্রায় ৬কেজি ওজনের ৫০টি সোনার বার জব্দ করা হয়েছে। রোববার গীভর রাতে ও সোমবার বিকেলে পৃথক ৩টি অভিযানে এসব স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা। তবে আটককৃতদের মধ্যে একজন যাত্রী ছাড়া আর কারো নাম জানা যায়নি। স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের পর বিমানবন্দর থানায় আটকদের সোপর্দ করা হয়েছে। আর জব্দ স্বর্ণগুলো ডিটিইন মেমো করে কাস্টমস হাউজের গোদামে রাখা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, দুবাই থেকে আসা ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে অবৈধ সোনা পাচারের গোপন সংবাদে সোমবার বিকেলে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমানবন্দরের বোর্র্ডিং ব্রিজসহ গ্রীন চ্যানেলে অবস্থান নেন। ফ্লাইটটি আসার পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে যাত্রীরা চলে যান। পরে বিমানে তল্লাশি করে ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম ও মূল্য ১ কেটি ৭৫ লাখ টাকা।

তিনি আরো জানান, কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-০৮৭) সোনা পাচারের গোপন তথ্যে সোমবার ভোরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিানবন্দরের গুরুত্বপূর্ন স্থানগুলোতে অবস্থান নেন। ফ্লাইটি পৌঁছার পর আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দরের গ্রীন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় ওই ফ্লাইটের যাত্রী আশিক আহমেদকে চ্যালেঞ্জ করেন শুল্ক কর্মকর্তারা। তার শরীরে তল্লাশি চালিয়ে দুই পায়ের মোজার ভেতর থেকে ১০টি সোনার বার ও ১টি চেইন উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৩৬ গ্রাম ও মূল্য ৫২ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে রোববার রাত ১টায় শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকা সমূল্যের ১০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় বিমানের সিকিউরিটিসহ ২ জন যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা জানায়, কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কেইউ-২৮৩) ২ জন যাত্রী আসেন। ফ্লাইট পৌঁছানোর পর যাত্রীরা বিমানবন্দরের ২ নং বেল্ট থেকে লাগেজ নেন। এরপর বিমান সিকিউরিটির কাছে সিগারেটের ২টি প্যাকেট হস্তান্তর করার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে সিগারেটের প্যাকেটগুলো থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়