শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:১৮ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর চিঠি উপেক্ষা করে ১৮ বিদ্রোহী প্রার্থী মাঠে

আহমেদ জাফর: দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ‘আজীবন বহিষ্কারের’ কঠোর হুঁশিয়ারি থাকলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। যদিও আওয়ামী লীগের হাইকমান্ড বলছে, তাদের দলে কোনো বিদ্রোহী নেই।

আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীদের সোমবারের মধ্যে সরে দাঁড়ানোর আল্টিমেটাম দিয়েছে। স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার না করলে আজ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। বিদ্রোহীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয়কে চার নেতাকে বিশেষ দায়িত্ব ছিলেন সভানেত্রী। তারা বিদ্রোহীদের সঙ্গে কয়েক বার যোগাযোগ করলে দলের কোনো কথা তোয়াক্কা করছেনা।

জানা গেছে, সবমিলিয়ে এখনো পর্যন্ত ১৮ জন বিদ্রোহী প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কোথাও আবার জোটের সমর্থকদের সঙ্গে বিদ্রোহীদের সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটছে।

সভানেত্রী শেখ হাসিনা দলের জন্য ত্যাগ স্বীকারের মূল্যায়নের আশ্বাস দিয়ে গত সপ্তাহে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছিলেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথম থেকেই বলেছেন, নৌকা প্রতীকের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ বিদ্রোহী প্রার্থী হলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, বেশিরভাগ বিদ্রোহী মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেলেছে। কয়েক জন থাকতে পারে আশা করছি সেমাবারে প্রত্যাহার করে নেবে।

এখনো যারা বিদ্রোহী

মাদারীপুর-২ শাজাহান খান নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন, এই আসনে জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লা স্বতন্ত্র প্রার্থী। মানিকগঞ্জ-১ নাইমুর রহমান দূর্জয় তার বিপক্ষে এ বি এম আনোয়ারুল হক স্বতন্ত্র প্রার্থী। নরসিংদী-৩ নৌকা প্রতীক মনোনীত জহিরুল ইসলাম মোহন, গতবারের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা এবারোও তিনি বিদ্রোহী প্রার্থী। মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস নৌকা প্রতীকে মনোনীত, বিদ্রোহীতা করছেন মেয়র ফয়সাল বিপ্লবের স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন। যশোর-৫ নৌকা প্রতীকে মনোনীত স্বপন ভট্টাচার্য,বিদ্রোহী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক কায়সার হাসান বারী। কুমিল্লা-৩ নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন, বিদ্রোহী উপজেলা যুবলীগের নেতা আব্দুল্লাহ নজরুল। ফরিদপুর-৪ নৌকা প্রতীকে মনোনীত কাজী জাফরুল্লা চৌধুরী, গতবার বিদ্রোহী নিক্সন চৌধুরী এবারোও বিদ্রোহী প্রার্থী। গাইবান্ধা-৩ নৌকা প্রতীক মনোনীত প্রার্থী ইউসুফ আলী সরকার, বিদ্রোহী আওয়ামী লীগের আবু জাফর মো. জাহিদ। ময়মনসিংহ-৯ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন আনোয়ারুল আবেদিন খান। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন গতবারের এমপি আব্দুস সালাম।
১৪ দলীয় জোটর মনোনীত প্রার্থী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভা-ারি বিদ্রোহী এ টি এম পিয়ারুল ইসলাম। ঠাকুরগাঁও-৩ ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী জোটের প্রার্থী নৌকা প্রতীকে মনোনীত, বিদ্রোহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক। পিরোজপুর-৩ জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীকে তার বিপক্ষে বিদ্রোহী আশরাফুর রহমান।

নারায়ণগঞ্জ-৩ জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে মনোনীত, বিদ্রোহী সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার। রংপুর-১ মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আওয়ামী লীগের বিদ্রোহী আসাদুজ্জামান। গাইবান্ধা-১ মহাজোট জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী ও সদস্য এমদাদুল হক। লক্ষ্মীপুর-২ মহাজোট মনোনীত জাতীয় পার্টির মোহাম্মদ নোমান বিদ্রোহী কুয়েত আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম। লক্ষ্মীপুর-২ (রায়পুর) মহাজোটের লাঙ্গল মার্কার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুল। এছাড়া মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ২৯ আসনের মধ্যে আরোও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়