শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৭ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন ব্যক্তি পরপর দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না : ঐক্যফ্রন্ট

সাজিয়া আক্তার : বাংলাদেশে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট আজ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ক্ষমতায় গেলে তারা এমন বিধান তৈরি করবেন যাতে কোন ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। এই ইশতেহারে জাতীয় ঐক্যফ্রন্ট রাজনীতি শাসন ব্যবস্থা, স্বাস্থ্যখাত ও অর্থনীতিসহ নানা বিষয়ে তাদের চিন্তা-ভাবনা তুলে ধরেছেন। যেগুলো তারা ক্ষমতায় গেলে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন তৈরি করেছে।

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারের কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হলো: বিচার বহির্ভুত হত্যাকাণ্ড এবং গুম পুরোপুরি বন্ধ হবে। ডিজিটাল সিকিউরিটি এক্ট বাতিল করা হবে। পুলিশ হেফাজতের নামে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন বন্ধ করা হবে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা হবে না। রাষ্ট্রমন্ত্রীর ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা হবে, একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। পুলিশ এবং সামরিক বাহিনী ব্যতিত আর কোন সরকারি চাকরিতে আবেদনের জন্য কোনো বয়স সীমা থকাবে না।

ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, সর্বোচ্চ আদালতে একটা রায় আছে, তত্ত্বাবধায়ক সরকার করা যাবে না। আমরা সবার সাথে আলোচনা করে একটি নির্বাচনকালীন সরকার করবো। সেটা নির্দলীয় হতে পারে বা সর্বোদলীয় হতে পারে।

বর্তমানের কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ করা হবে না। তবে এই সরকারের শেষ দু বছরের তড়িঘড়ি করে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলো পুনর্বিবেচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়