শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস হওয়া ফোনালাপে যা বললেন রনি…..

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রী কামরুন্নাহার রুনুর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী এবং বোনের স্বর্ণালংকারও লুট হয়েছে বলে অভিযোগ করেছেন রনি।

শনিবার (১৫ ডিসেম্বর) নেতাকর্মীদের নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাড়ি থেকে ফেরার পথে রুনুর গাড়িতে এ হামলা হয়। সূত্র: বিডি পলিটিকস

সম্প্রতি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পাওয়া রনি সাংবাদিকদের বলেন, আমার স্ত্রী কামরুন্নাহার রুনু নেতা-কর্মীদের নিয়ে গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লোহার রড ও রাম দা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। ভাঙচুর করে গাড়িটি। এতে গাড়ির উভয় পাশের কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

গলাচিপা থানার পুলিশ পরিদর্শক আখতার মোর্শেদ এ বিষয়ে বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করেছি। তদন্ত রিপোর্টে অনুসারে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষ মার্কার প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রী কামরুন নাহার রুমুসহ ৫-৬ জন মহিলা কর্মী, ‌’ঢাকা মেট্রো : চ-১৫৬০২ রেজিস্ট্রেশন নাম্বারে’র মাইক্রোবাসে নির্বাচনী প্রচারণা চালানোর সময়ে গলাচিপা পৌরসভাধীন টিএনটি মোড়ে পৌঁছালে অজ্ঞাতনামা ১৫-২০ জন মাইক্রোবাসে ইটপাটকেল মেরে ও গাড়ি ভাংচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে গোলাম মাওলার রনির গাড়িতে হামলার ঘটনার দিন ১৫ই ডিসেম্বর অজ্ঞাত কোনো এক ব্যক্তির সাথে ফোনে কথা বলেন রনি। ফোনে রনি সেই ব্যক্তিকে বলেন, হাজার হাজার কর্মী নিয়ে গলাচিপা থানায় তার আক্রান্ত গাড়িটিসহ উপস্থিত হতে। আর হাসপাতাল থেকে তার স্ত্রীকে নিয়ে এসে থানায় মামলা করার জন্য বলেন নব্য বিএনপিতে যোগ দেয়া এই নেতা। মামলা না নেয়া পর্যন্ত থানা থেকে না সরার নির্দেশ দেন তিনি।

উক্ত কল রেকর্ডটি আমাদেরসময় ডট পাঠকদের জন্য তুলে ধরা হলো।

https://www.youtube.com/watch?time_continue=43&v=TcOiRzT1wts

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়