Skip to main content

অধিকাংশ আমিরাতি ছুটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে

রাশিদ রিয়াজ : জরিপে দেখা গেছে ৭৫ ভাগ আমিরাতি বিবেচনা করেন, সেলফির চেয়ে ভ্রমণ অধিক জরুরি। কিন্তু কার্যত তারা ছুটির দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমেই ব্যস্ত থাকেন বেশি। ফেসবুক ও ইন্সট্রাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে ও বাতচিতে সময় কাটে ছুটির অবসরে এমন আমিরাতির সংখ্যা অন্তত ৩৫ শতাংশ। ৮০ শতাংশ ব্যস্ত থাকেন নিজেদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ করতে। জরিপে ৫’শ আমিরাতি নাগরিকের কাছ থেকে প্রশ্নোত্তর সংগ্রহ করা হয়। ইউগভ এ জরিপ যাচাই করে।\\ আর যারা ভ্রমণ করেন তারা গাড়ি চালকদের ইচ্ছের ওপর নির্ভর করেন গন্তব্য নিয়ে। সূর্য ওঠার আগে হাঁটতে বা নিসর্গ দেখতে এবং পাহাড়ে উঠতে আমিরাতিদের আগ্রহ বেশি। কিন্তু ভ্রমণকারীদের ৪৬ ভাগ তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে প্রচুর সময় ব্যয় করেন। এসব ছবি এডিটিং করতেও তাদের জুড়ি মেলা ভার। ব্যক্তিগত বন্ধু ও পরিবারকে ৫৩ ভাগ আমিরাতি ছবি না পাঠিয়ে থাকতেই পারেন না। ৬০ ভাগ আমিরাতি মনে করেন তাদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে যদি না তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি পোস্ট না করেন। আরব বিজনেস