শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমকি দিয়ে লাভ নেই, দেশবাসী সজাগ : কাজী ফিরোজ

মো.ইউসুফ আলী বাচ্চু: ঢাকা-৬ আসনের মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ বলেছেন, অনেকে নির্বাচন বর্জনের হুমকি দিচ্ছেন। সে হুমকিতে আমরা বিচলিত নই। জনগণ আপনাদের সাথে নেই। দেশবাসী তাদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের কথা ভুলে নাই। দেশবাসী সজাগ, কোনো ষড়যন্ত্র করেই নির্বাচন বানচাল করা যাবে না।

সোমবার সকালে নির্বাচন প্রচারণার সপ্তম দিনে ধুপখোলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। পরে লোহারপুল, ডিস্টিলারি রোড, দীননাথ সেন রোডে গণসংযোগ করেন। বৃষ্টিতে ভিজে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী কাজী ফিরোজের সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। দুপুরের পর এসকে দাস রোড, রজনী চৌধুরী রোড এবং কেবি রোডে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে ১৭টি পথসভায় বক্তব্য রাখেন কাজী ফিরোজ রশিদ।

পথসভায় কাজী ফিরোজ এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা এবং এরশাদের মার্কা লাঙ্গল। লাঙ্গলে ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন আর দেশ হবে স্বয়ং সম্পূর্ণ। দেশে থাকবে কোনো জঙ্গিবাদ, অরাজকতা। চক্রান্তকারীরা দেশকে অস্থির রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই আগামীতে শেখ হাসিনা ও এরশাদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে ওদের প্রতিহত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ মিনু, হাসান আসকারী, ওয়ার্ড কাউন্সিলর হেলেনা আক্তার, জহিরুল ইসলাম অ্যাপোলো, জাপা কেন্দ্রীয় নেতা হাজী ফারুক, ইসহাক ভূইয়া, সারফুদ্দিন আহমেদ শিপু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়