শিরোনাম

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত ছাড়িয়ে ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভ, মদদ দিচ্ছে কারা?

লিহান লিমা: চলমান ‘ইয়েভো ভেস্ট’ বিক্ষোভের মুখে কর ছাড় ও নূন্যতম মজুরি বৃদ্ধির ইস্যুটি বুধবার মন্ত্রীপরিষদে আলোচনা করবে ফ্রান্স। এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তীব্র আন্দোলনের মুখে এই প্রতিশ্রুতি দেন।

সোমবার দেশটির প্রধানমন্ত্রী এদোয়ার্ড ফিলিপ জানিয়েছেন, ‘আমরা ভুল করেছি। ফ্রান্সের জনগণের কথা যতটা শোনা দরকার ছিলো তা আমরা শুনিনি।’ এ দিনও বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখে। এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি কাস্টনার আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ফ্রান্সের অর্থনীতিকে বিকল করে রাখতে দেয়া চলবে না। ’ বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলি ও শুক্রবার সিনেটে ভোটের জন্য তোলা হবে করছাড় ও মজুরি বৃদ্ধির প্রস্তাবনা। এছাড়া দেশটির সরকার সুশীল সমাজ, মেয়র, ব্যবসায়ী ও ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভকারীদের সঙ্গে অন্যান্য সংস্কার নিয়ে আলোচনার জন্য তিন মাসের পরামর্শসূচী ঘোষণা করেছে। যদিও বিক্ষোভের কারণে ম্যাক্রোঁর রেটিং পয়েন্ট বর্তমানে ২৩ শতাংশে নেমে এসেছে।

মাসব্যাপী চলা ফ্রান্সের এই ‘ইয়ালো ভেস্ট’ বিক্ষোভ প্যারিস ছাড়িয়ে কানাডা ও স্পেনে ছড়িয়ে পড়েছে। কানাডার আটটি শহরে সরকারের নীতি ও জাতিসংঘ অভিবাসন আইন সংস্কারের সমালোচনা করে স্লোগান দিতে থাকে প্রতিবাদকারীরা। স্পেনের মাদ্রিদে উন্নত পেনশন সুবিধার জন্য বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। শুক্রবার ইসরায়েলের তেলআবিবে জীবনযাত্রার মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয় শতশত নাগরিক। দক্ষিণ আফ্রিকায় কিছু বিক্ষোভকারী সরকারি সেবার নি¤œমানের প্রতিবাদে আন্দোলন করেন। এছাড়া বেলজিয়াম, গ্রিস, নেদারল্যান্ড, ব্রিটেন ও মিশরেও এই বিক্ষোভ দানা বেঁধেছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে রুশ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে রুশ সম্পৃক্ততা প্রমাণের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। রাশিয়ার নিযুক্ত বিবিসির প্রতিবেদক ফ্রান্সের কন্ট্রিবিউটরকে এই আন্দোলনে রুশ সম্পৃক্ততা আছে কি না তা জানতে চান। বিষয়টিতে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক যড়যন্ত্রের ইঙ্গিত পেলেও বিবিসি বলছে, যে কোন ঘটনার অনুসন্ধান সাংবাদিকের দায়িত্বের মধ্যে পড়ে। অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফ্রান্সের আন্দোলনকে উস্কে দেয়ার অভিযোগ এনেছে ফ্রান্সের ডানপন্থী নেত্রী ম্যারিন লি পেনের দল ন্যাশনাল র‌্যালি ও অভিবাসন এবং ইসলাম বিরোধী আন্দোলন ‘জেনারেশন আইডেন্টিটি’র ওপর। নিউইয়র্ক টাইমস বলছে, ফ্রান্সের ডানপন্থীরা এই আন্দোলনে সোনা খুঁজে বেড়াচ্ছেন। আলজাজিরা, দ্য লোকাল, স্পুটনিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়