শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমার-রোনালদোর কঠিন প্রতিপক্ষ, বার্সা-রিয়ালের সহজ

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জায়ান্ট টিমগুলোই। এবার লড়াই নকআউট পর্বের। প্রথম নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল সোমবার রাতে। ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক এ প্রতিযোগিতার ড্র শেষে জানা গেল শেষ ষোলোতে কে কার মুখোমুখি হচ্ছে।

তাতে কঠিন প্রতিপক্ষই পেয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাস ও নেইমারের পিএসজি। স্পেনের অন্যতম শক্তিশালী দল অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে জুভেন্টাস। নেইমারের পিএসজিকে খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে।

এছাড়াও আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলকেও লড়তে হবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। শেষ ষোলোয় তাদের প্রতিদ্বন্দ্বী জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তবে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।

শেষ ষোলোর ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ আয়াক্স। আর বার্সেলোনার প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। এছাড়া বুরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে টটেমহ্যাম হটস্পার্সের আর এফসি পোর্তো লড়বে এএস রোমার বিপক্ষে।

সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদরদপ্তরে সোমবার অনুষ্ঠিত হয় ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র। শেষ ষোলোর প্রথম লেগের খেলাগুলো হবে আগামী বছরের ১২-১৩ ও ১৯-২০ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় লেগ হবে ৫-৬ ও ১২-১৩ মার্চ। আগামী ১ জুন অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত হবে এ লিগের ফাইনাল ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়