শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটসম্যানকে ফিরিয়ে ‘স্যালুট’ রহস্যভেদ করলেন কোট্রেল

নিজস্ব প্রতিবেদক : একের পর এক উইকেট শিকার করে ভেঙে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন। শর্ট বল, বাউন্সারে সিলেটে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দুর্দান্ত ছিলেন উইন্ডিজ পেসার শেলডন কোট্রেল। বাংলাদেশি ব্যাটসম্যানদের বারবারই পরাস্ত করেছেন তিনি। নিয়েছেন মূল্যবান চারটি উইকেট। আর প্রতিবার উইকেট নেওয়া পরে তার উদযাপন ছিল নজরকাড়া। সেনাকর্মীদের স্যালুটের মতন নজরকাড়া উদযাপন।

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারদের ফিরিয়ে উদযাপন করেছেন স্যালুট দিয়ে। ম্যাচ শেষে কোট্রেল জানিয়েছেন, জ্যামাইকান সৈনিকদের সম্মানার্থেই এই স্যালুট দিয়ে থাকেন তিনি। ২৯ বছর বয়সী কোট্রেল নিজেই ক্রিকেটার হওয়ার আগে একজন সৈনিক ছিলেন। তার ভাষ্যমতে, ‘আমি জ্যামাইকান সৈনিক ছিলাম, তাই এটা তাদের প্রতি আমার সম্মান দেখানোর মাধ্যম।’

[caption id="attachment_771101" align="aligncenter" width="1400"] বাংলাদেশি ব্যাটসম্যানদের ফিরিয়ে এভাবেই ‘স্যালুট’ দিয়ে উদযাপন করেন কোট্রেল। ছবি : ক্রিকইনফো।[/caption]

চার ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয়া কোট্রেল বাংলাদেশি ব্যাটসম্যানদের শর্ট বলের ফাঁদে ফেলে সফল হয়েছেন। আরেক ফাস্ট বোলার ওশান থমাসের সাথে জুটিতে বোলিং করে ব্যাটিং পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশের মেরুদ- ভেঙ্গে দিয়েছিলেন তিনি।

জুটি বেঁধে দুর্দান্ত বোলিংয়েই টাইগারদের নাগালে রাখতে পেরেছে উইন্ডিজ দল। তার ভাষায়, ‘অবশ্যই সহজ ছিল না। আমাদের বল হাতে চতুর হতেই হত। ওশান পাওয়ার প্লের ছয় ওভারে ভালো বোলিং করেছে। বাংলাদেশ বাজে শট খেলেছে কিন্তু আমরা ভালো বোলিং করেছি।’

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা। সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মাঠে, ম্যাচ দুটি ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়