শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া-ভারত দুই অধিনায়কের দারুন স্লেজিং

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরের আগেই ভারতীয় দলের আলোচনার বিসয় ছিল ‘সেখানে কি স্লেজিং চলবে’। কোহলি বলেছিলেন অজিরা শুরু করলে তারাও ছেড়ে কথা বলবেন না। কিন্তু অ্যাডিলেডে প্যাট কামিন্সকে দিয়ে শুরুটা করেছিলেন ঋষভ প্যান্ত। সেই ম্লেজিং হলো পার্থেও। যাতে কিনা ফিল্ড আম্পায়ারকেও এগিয়ে আসতে হল মধ্যস্থতা করতে।

ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং অজি অধিনায়ক টিম পেইনের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা গেল তৃতীয় ও চতুর্থ দিনে। দ্বিতীয় টেস্টে বিরাটের আউট নিয়ে তৃতীয় দিনে সরগরম ছিল। ফিল্ডিং করতে নেমে আগ্রাসী বিরাটকেই বার বার দেখা গিয়েছে।

ঘটনার সূত্রপাত, তৃতীয় দিনের শেষ ওভারে স্লিপে টিম পেইনের ক্যাচের আবেদন জানায় ভারত। আম্পায়ার আবেদন নাকচ করে দেন কিন্তু ভারতও রিভিউ নেয়নি। এরপরেই শুরু হয়ে যায় দুই অধিনায়কের বাক্য বিনিময়। প্রথমে কোহলি বলেন, ‘ও (টিম পেইন) ভুল করলেই আমরা (সিরিজে) ২-০ তে এগিয়ে যাব’। দিনের শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় কোহলিকে পাল্টা দিতে ছাড়েননি পেইন। তিনি বলেন, ‘আগে তোমাকে ব্যাট করতে হবে, বিগ হেড।’

তৃতীয় দিনের সেই ঘটনার রেশ দেখা গেল চতুর্থ দিনেও। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেট পার্টনারশিপে তখন জাঁকিয়ে বসেছেন পেইন ও খাজা। কিছুটা শান্ত থাকার চেষ্টা করছেন তখন ক্যাপ্টেন কোহলি। এবার অবশ্য খোঁচা দিয়ে শুরুটা করলেন পেইন ।

অজি অধিনায়ক বলেন, ‘গতকাল তো তুমিই শুরু করেছিলে। আজ সেই তুমিই শান্ত থাকার চেষ্টা করছ!’ তখনই ফিল্ড আম্পায়ার ক্রিস গাফানে গিয়ে বলেন, ‘অনেক হয়েছে। এবার খেলো। তোমরা দু’জনেই তো অধিনায়ক। পেইন তুমি অধিনায়ক।’ আম্পায়ার বলার পরেও থেমে থাকেননি টিম পেইন।

তিনি বলেন, ‘বিরাট নিজেরটা (মাথা) ঠা-া রাখো।’ তবে মহম্মদ শামির বলে শেষ পর্যন্ত বিরাট কোহলির হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টিম পেইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়