শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে পাতাল রেলচালকদের বেতন লক্ষাধিক পাউন্ড!

রাশিদ রিয়াজ : ব্রিটেনে কোনো কোনো পাতাল রেলচালক বছরে লক্ষাধিক পাউন্ড বেতন পাচ্ছেন। কারণ তাদের চাহিদা বাড়ছে। লন্ডনে একজন পাতাল রেলচালক বছরে সর্বোচ্চ আয় করছে ১ লাখ ৩ হাজার ৩৭৪ পাউন্ড। ২০১২ সাল থেকে এ পেশার লোকজনের আয় ধারাবাহিকভাবে বাড়ছে। ৯ জন পাতাল রেলচালক বছরে লক্ষাধিক বেতন পাচ্ছেন। নার্সরা যা আয় করেন পাতাল রেলচালকরা তারচেয়ে দ্বিগুণ আয় করছেন। এক সমীক্ষায় উঠে এসেছে এসব তথ্য। মেট্রো.সিও.ইউকে

এমনকি বেশিরভাগ এয়ারলাইন্সের বৈমানিকের চেয়ে ব্রিটেনের পাতাল রেলচালকরা বেশি পাচ্ছেন। পাতাল রেলচালকদের বেসিক বেতন বছরে ৫৫ হাজার পাউন্ড। মেট্রোপলিটন পুলিশ কনস্টেবলের প্রারম্ভিক বেতন বছরে ২২ হাজার ৩৪৪ পাউন্ড। রেলচালকরা ফ্রি ট্রাভেল পাস পান যার অর্থমূল্য ৩ হাজার ৫৪৮ পাউন্ড। সাড়ে ৮ সপ্তাহের ছুটি এবং ৬০ বছরে পুরো পেনশনও পান। ৯’শ পার্ট-টাইম পাতাল রেলচালকরা ৬০ হাজার পাউন্ড বেতন পাচ্ছেন।

এরপরও সেন্ট্রাল লাইন এবং বেকারলু লাইন’এর রেলচালকরা অভিযোগ করেন প্রায়শ: তাদের সঙ্গে কর্তৃপক্ষ মন্দ আচরণ করেন। চাহিদা অনুযায়ী রেলচালক নিয়োগ দিতে চান না। ফলে প্রচ- পেশাগত কাজের চাপে থাকেন তারা। রেলচালকদের এধরনের বেতন অগ্রহণযোগ্য ও অনেক বেশি বলে বলছে বিভিন্ন গোষ্ঠী। এছাড়া অনেক সময় ড্রাগ টেস্টে কোনো রেলচালককে চাকরি থেকে সরিয়ে দেয়া হলে ধর্মঘটও ডাকেন তারা। ব্রিটেনের করদাতারা যোগাযোগখাতে বছরে কর দেন ২’শ কোটি পাউন্ড। এসব বিষয় মাথায় রাখার কথা বলছেন অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়