শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত কষ্টের মাঝেও শামীর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে অস্ট্রেলিয়া সফর পর্যন্ত ১০ টেস্টের ১৯ ইনিংসে বোলিং করে শামী দখল করেছেন ৪২টি উইকেট। যা কি-না নির্দিষ্ট কোনো বছরে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

চলতি বছরটা হয়তো ভুলেই যেতে চাইতেন ভারতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার মোহাম্মদ শামী। বছর জুড়ে কি ঝড়টাই না গিয়েছে তার ওপর। কখনো স্ত্রীর নির্যাতনের মামলা, কখনো ফিটনেস টেস্টে পাশ করতে ব্যর্থ হওয়া আবার কখনো রাজনৈতিকভাবে হেনস্থা হওয়া।

সবমিলিয়ে ক্রিকেট মাঠের বাইরে শামীর বছরটা কেটেছে। তবে তিনি যে কাজের জন্য স্মরণীয় অর্থাৎ বোলিং, সে কাজ দিয়ে ঠিকই বছরটিকে স্মরণীয় করে রাখলেন শামী। গড়েছেন ভারতের পক্ষে এক বছরে সর্বোচ্চ টেস্ট উইকেট নেয়ার রেকর্ড।

এর আগে ২০০৬ সালে ৯ ম্যাচের ১৭ ইনিংসে ৪১ উইকেট নিয়েছিলেন কিংবদন্তী লেগস্পিনার অনিল কুম্বলে। এতোদিন ধরে এটিই ছিলো এক বছরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড।

এ রেকর্ড নিজের করে নেয়ার পথে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৫৬ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ক্যারিয়ারে ৪ বার নেয়া পাঁচ উইকেটের মধ্যে দুইবারই নিয়েছেন ২০১৮ সালে। নিজের এ রেকর্ড আরও বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে শামীর সামনে। কেননা চলতি বছর আরও একটি টেস্ট রয়েছে ভারতের।
ভারতের পক্ষে এক বছরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড
১/ মোহাম্মদ শামী - ৪২ উইকেট, ২০১৮ সাল
২/ অনিল কুম্বলে - ৪১ উইকেট, ২০০৬ সাল
৩/ ইরাপলি প্রসন্না - ৩৯ উইকেট, ১৯৬৮ সাল
৪/ জাসপ্রিত বুমরাহ - ৩৯ উইকেট, ২০১৮ সাল
৫/ ইশান্ত শর্মা - ৩৮ উইকেট, ২০১১ সাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়