শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে পাঁচজনকে কুপিয়ে জখম

জাগো নিউজ: ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় মসজিদে ঢুকে পাঁচ মুসল্লিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টায় উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের আদর্শপাড়া এলাকার খেয়াঘাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার মনু উদ্দিনের ছেলে নীল মিয়া ও ইসমাঈল মিয়া, একই এলাকার আল বাহার মিয়ার ছেলে সফিক, সাঈদ মিয়ার ছেলে লিয়াকত মিয়া ও আব্দুল হেলিম মিয়ার ছেলে মুসলিম মিয়া। এ ঘটনায় গুরুতর আহত নীল মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে কালিকাপ্রসাদ আদর্শপাড়া খেয়াঘাট জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় ৪-৫ জন হঠাৎ দেশি অস্ত্র দিয়ে ৫ জনকে কুপিয়ে আহত করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মুসুল্লি মহরম আলী জানান, নামাজ শুরু হলে হঠাৎ আদর্শপাড়ার একরাম হোসেনের বাড়ির শিকদার, জসিম, আজগর, আঙ্কেল আলীসহ কয়েকজন রামদা দিয়ে পেছন থেকে প্রথমে নীল মিয়াকে কোপ দেয়। তারপর ইসমাঈল, সফিক, লিয়াকত, মুসলিমকে কুপিয়ে আহত করে। এ সময় তাদের চিৎকারে মসজিদের সকল মুসুল্লি নামাজ ছেড়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.ফেরদৌস হায়দার জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়। গুরুতর আহত নীল মিয়াকে প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়