শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৩ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার ৪৭ বছরেও ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান হয়নি : হারুন অর রশীদ

জুয়েল খান : সাবেক সেনাপ্রধান লে. জে. ( অব). হারুন অর রশীদ বীর প্রতীক বলেছেন, পাকিস্তানীরা যুদ্ধক্ষেত্রে যখন আল্লাহুআকরার বলেছে তখন আমরা ‘জয় বাংলা’ বলতাম। সেই জয় বাংলা যুদ্ধের ৪৭ বছরেও জাতীয় শ্লোগান হিসাবে প্রতিষ্ঠিত হয়নি। রোববার রাতে নিউজ২৪ এর এক আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৪৭ বছর পরেও আজ প্রাপ্তি এবং পাওনার হিসাব কষতে হচ্ছে। আমরা বাঙালি সাংস্কৃতিক, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদের রাষ্ট্র গঠনের জন্য মুক্তিযুদ্ধ করেছি। জয় বাংলা আওয়ামী লীগের দলীয় শ্লোগান নয়, মুক্তিযুদ্ধের শ্লোগান। শুধু অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নই আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য ছিলনা। অবশ্যই একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে হবে। পাকিস্তানের মতো সাম্প্রদায়িক রাষ্ট্র আমরা চাই না। এর জন্য আমাদেরকে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম বাদ দিতে হবে। কিন্তু আমরা এখনো সেটা করে উঠতে পারিনি।

তিনি আরো বলেন, এখন আমরা সমঝোতার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা এখনো ধর্মভিত্তিক প্রতিষ্ঠানের সাথে পেরে উঠতে পারছি না। তাই আমরা তাদের সাথে সমঝোতা করছি। ড. কামাল, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব এবং কাদেরর সিদ্দিকির মতো মুক্তিযোদ্ধারা জামায়াতে ইসলামীর সাথে সমঝোতা করে রাজনীতি করছে। তারা আদর্শকে বিসর্জন দিয়ে প্রাপ্তিটাকে প্রাধান্য দিচ্ছে।

তিনি জানান, সার্বিকভাবে আমরা পাকিস্তানের থেকে অনেক এগিয়ে আছি। তাই সম্প্রতি পাকিস্তানের রাজনীতিবিদরা তাদের রাষ্ট্রপ্রধানদের বলছে আমাদেরকে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র বানিয়ে দিতে, এটা আমাদের অর্জন। তবে এটাই স্বাধীনতার মূল লক্ষ্য ছিলনা, লক্ষ ছিলো বাংলাদেশকে একটা ধর্মনিরপেক্ষ বাঙলি জাতীয়তাবাদের আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়