শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:৫০ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী সরকার জাতির সাথে প্রতারণা করেছে : সুব্রত চৌধুরী

মঈন মোশাররফ : ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী বলেছেন, আওয়ামী সরকার জাতির সাথে প্রতারণা করেছে। গত নির্বাচনে তাদের ইশতেহার ছিলো সুশাসন প্রতিষ্ঠা করা কিন্তু তারা দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকার কথা ছিলো। অথচ তাদের সময় ব্যাংক লুট হয়েছে কিন্তু তারা কোনো বিচার করতে পারেনি। সোমবার সকালে বিবিসি নিউজে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, গত ১০ মাসে প্রায় ৫০০ মায়ের বুক খালি করেছে এই সরকার। গুম,খুন হত্যা ইচ্ছে আনুযায়ী করেছে। বিচারের নামমে করেছে অবিচার। গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। গণতন্ত্রকে নির্বাসনে পাঠনো হয়েছে। এটা মেনে নেওয়া যায় না । আমরা ক্ষমতায় আসলে তাদের সকল কর্মকান্ডের জবাব দিতে হবে। জনগণ ভোটের মাধ্যমে এদেরকে প্রতিহত করবেন।

তিনি আরো বলেন ,ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে আজকে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের সুশাসন , বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা ও দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থার উপর কাজ করবো। তরুণ প্রজন্ম বাংলাদেশকে কীভাবে দেখছে তাদের কথা ভাববো। স্বাধীনতা যুদ্ধের যে স্বপ্ন মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করবো । জনগণের যে সম্পদ লুট হয়েছে তার ব্যবস্থা নিবো ।

এক প্রশ্নে তিনি জানান, বিএনপি ইশতেহার প্রসঙ্গে আমাদের সাথে একমত হয়েছে। তাদের উদ্দেশ্য কিন্তু এক ও অভিন্ন। এ বিষয় নিয়ে আমাদের মধ্যে সমন্নয় নষ্ট হবে না । ৩০ তারিখে জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী সরকারের প্রতারণার জবাব দেবেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়