শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন এলেই মুক্তিযুদ্ধের চেতনা জেগে ওঠে : এম সিদ্দিকুর রহমান খান

উল্লাস মূর্তজা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম সিদ্দিকুর রহমান খান বলেছেন, শুধুমাত্র নির্বাচন সামনে এলেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা জেগে ওঠে। শুধুমাত্র একটাদল যে মুক্তিযুদ্ধের চেতণায় বিশ্বাস করে, অন্যদলগুলো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এটাই ধরে নেওয়া হয়। রবিবার ‘ডিবিসি টিভি’র ‘রাজকাহন’ টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা খুব খুশি হতাম যদি স্বাধীনতার ৪৮ বছর পর এসে বলতে পারতাম, যারা জামায়াত, যুদ্ধাপরাধী তাদেরকে কোনোদলই আশ্রয় প্রশ্রয় দেয়নি। কিন্তু সময় সুযোগ অনুযায়ী কেউ কম কেউ বেশী তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদেরকে আশ্রয় দিয়েছে। আমাদের দেশের এটাই এখন প্রধান রাজনৈতিক সমস্যা। ভোটের রাজনীতিতে যদি ৩২ শতাংশ মানুষ বিএনপির পক্ষে অবস্থান করে তাহলে কি আপনি বলবেন এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম যুদ্ধাপরাধের কারণে তাকে সংসদ ভবনে আনা যায়নি জানাযা করানোর জন্য। ময়মনসিংহ-৬ আসনে মো: মোসলেম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি তো যুদ্ধাপরাধের দায়ে মামলায় রয়েছেন। ২০১২ সালে তার এই মামলা ট্রাইবুনালে ট্রান্সফার করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত তদন্ত হয়নি। আমাদের মূল সমস্যা হচ্ছে, আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই চেতণাটাকে ব্যবহার করি। আমাদের ধর্ম ও চেতনা শুধুমাত্র নির্বাচনের সময়ই ব্যবহার করা হয়।

এম সিদ্দিকুর রহমান খান বলেন, বিএনপি জামায়াতে ইসলামীকে আসন ছেড়ে দিচ্ছে, এটাতো নতুন কিছু নয় ২০০৮সালের নির্বাচনেও দিয়েছে। ২০দলীয় জোটের শরীক হিসেবে জামায়াতে ইসলামীকে ২২টি আসন ছেড়ে দিয়েছে। তারপরও রাজনৈতিক দলগুলো যাই বলুক বাংলাদেশের মানুষ তাদেরকে কতটা গ্রহণ ও প্রত্যাখান করেছে তা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।

মুক্তিযুদ্ধের চেতনা হলো একটা স্বাধীন বৈষম্যহীন সমাজ, অসাম্প্রদায়িক চেতনা। আমরা সবকিছুই বিশ্বাস করি। ক্ষেত্রবিশেষে যদি আমরা সেটা ব্যবহার করি, তাহলে যেসকল মুক্তিযোদ্ধারা আত্মাহতি দিয়েছেন, স্পষ্টভাবে তাদের সাথে বেঈমানী করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়