শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫১ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার হিসেবে দু’ধাপ এগিয়ে ৫০তম স্থানে বাংলাদেশ

সালেহ্ বিপ্লব : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ এ বছর অভাবনীয় উন্নতি করেছে। বছর শেষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার হিসেবে একধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ, মাত্র দু’মাস আগেই অবস্থান ছিলো ৫১তম। সূত্র : ইউএসট্রেডনাম্বারসডটকম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার হিসেবে ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের অবস্থান ছিলো ৫২ নাম্বারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, গেলো বছরের চেয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে দু’দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে ১০ দশমিক ৪৭ শতাংশ। অক্টোবর পর্যন্ত যে হিসেবনিকেশ, তাতে দেখা গেছে, দু’দেশের বাণিজ্যের পরিমাণ বেড়ে ৬ দশমিক ৮৪ বিলিয়নে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৫৩ শতাংশ, আর আমদানি বেড়েছে ৭ দশমিক ২২ শতাংশ।

সর্বশেষ পরিসংখ্যানে গত ৪৫ দিনের বিস্তারিত তথ্য জানা না গেলেও; যুক্তরাষ্ট্র বলছে, তাদের সাথে ৭ দশমিক ১৫ বিলিয়ন ডলারের বাণিজ্য করে বাংলাদেশ রেকর্ড স্থাপন করেছে। এর মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিলো ৫ দশমিক ৬৯ বিলিয়ন, আর বিপরীতে যুক্তরাষ্ট্র রপ্তানি করেছে ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের পণ্য।

তবে বাংলাদেশের দিক থেকে এখনো ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়ে গেছে। এ ঘাটতি কমিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়