শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বছরে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে না

শাহানুজ্জামান টিটু, সাব্বির আহমেদ ও শিমুল মাহমুদ : জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে প্রথম বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না। সর্বোচ্চ ১০০ ইউনিট ব্যবহারকারীদের বিদ্যুতের মূল্য আগামী ৫ বছর বাড়বে না। গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প এবং দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালকে বাণিজ্যিক দাম এর পরিবর্তে রাশকিত বাসস্থানের দামে বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। ইউরোপ জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির জন্য নতুন নতুন বাজার খুঁজে বের করা হবে। মধ্যপ্রাচ্যের প্রবাসী কর্মীর মৃত্যু ক্ষেত্রে মরদেহ সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হবে এবং বাড়িতে পৌঁছে দেয়া হবে।

নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর এ নৃশংস হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ কল্পে জরুরি পদক্ষেপ নেয়া হবে।

প্রতিরক্ষা ও পুলিশ বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম অগ্রাধিকার ভিত্তিতে কেনা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। পুলিশ বাহিনীর ঝুঁকি ভাতা বৃদ্ধি করা হবে। তাদের পেশাদারিত্বের বৃদ্ধিতে পদক্ষেপ না হবে। জাতিসংঘ বাহিনীতে পুলিশের অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড এর জন্য যে সকল প্রকল্পের দেশের জন্য লাভজনক বিবেচিত হবে সেগুলোতে বাংলাদেশ যুক্ত হবে।তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন রোহিঙ্গা সমস্যাসহ অন্যান্য দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়