শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে কাজ করতে হবে : মালেকা বানু

খায়রুল আলম : বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু বলেছেন, সামনের নির্বাচনটি কেমন হবে, এখনই বলা মুশকিল। কারণ পরিস্থিতি দিন দিন ভিন্নরূপ নিচ্ছে।

এ প্রতিবেদকের সাথে আলাপের সময় তিনি বলেন, প্রতিদিনই কম বেশি সহিংসতার ঘটনা ঘটছে। এখন নির্বাচন কমিশন এটি কীভাবে নিয়ন্ত্রণ করবেন, সেটি তারাই ভালো জানেন। তবে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। প্রার্থীরা যেহেতু প্রচারণায় নেমেছেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটা স্বাভাবিক। তবে কোনো মতেই এটি কাম্য নয়। এটি সত্য যে, রাজনৈতিক নেতারা যদি ঠিক মতো নির্বাচন করতে চান, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। তাদের সদিচ্ছার ওপর নির্ভর করে নির্বাচন হবে, কী হবে না। নির্বাচন কমিশনের ভূমিকাটিও এখানে গুরুত্বপূর্ণ। নির্বাচনের যে আচরণবিধিগুলো আছে তা প্রার্থীরা সঠিকভাবে পালন করছে কি-না, তা যাছাই করা। সে সাথে বড় দলগুলোকে নির্বাচনটিকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য ভূমিকা রাখতে হবে। নির্বাচন হচ্ছে একদিন। কিন্তু আমাদের মিলেমিশে এ দেশে বসবাস করতে হবে যতোদিন বেঁচে থাকি। তাই কোনো ধরনের সহিংসতা না করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে কাজ করতে হবে। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুধু প্রতীক নয়, ভালো মানুষে দেখে প্রার্থী দেয়া উচিত ছিলো। প্রার্থীর যদি গণতান্ত্রিক মনোভাব থাকে, তিনি নিশ্চয় চাইবেন না নির্বাচনে কোনো ধরনের সমস্যা ঘটুক। তাছাড়া ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চোরাকারবারি প্রার্থী হলে, তিনি সমাজের জন্য কী করবেন? আমাদের ভোটারদেরও সতর্ক হতে হবে ভোট দেয়ার ক্ষেত্রে। প্রত্যেক ভোটারই জানেন তার এলাকার প্রার্থী ভালো না-কি মন্দ। মন্দ লোক হলে তাকে ভোট দিলে সে কখনোই জনগণের জন্য কাজ করবে না। এ জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে বলে ছিলাম ‘না’ ভোটের বিধান রাখার জন্য। কিন্তু নির্বাচন কমিশন সেটি করেনি। ‘না’ ভোট থাকলে ভোটাররা প্রার্থী পছন্দ না হলে ‘না’ ভোট দিয়ে আসতে পারতেন। এখন আর সে সুযোগটি নেই। কিন্তু আমাদের তো কাউকে না কাউকে ভোট দিতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়