শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫২ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে দিনে আমাদের ক্রিকেটের অনেক উন্নতি হচ্ছে : মোহাম্মদ রফিক

ফাহিম বিজয় : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেছেন, আমরা ক্রিকেট আগের চেয়ে অনেক ভালো খেলছি এখন। আমরা হয়তো আগে অনেক কিছুই বুঝতাম না। আমাদের অনেক দুর্বলতা ছিলো। এখন যে দুর্বলতা নেই আমি সে কথা বলবো না। আমি বলবো আমরা আগের জায়গা থেকে এখন অনেক উন্নতি করেছি। এটি আমাদের ক্রিকেটের জন্য অবশ্যই ইতিবাচক। আমাদের খেলোয়াররা আগের চেয়ে এখন অনেক অভিজ্ঞ। তবে ভালোর তো শেষ নেই। আমাদের আরো ভালো করতে হবে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের কিছু দুর্বলতার কথা যদি বলি, আমাদের এখনো কিন্তু ম্যাচ জেতানোর মতো পেস বোলার নেই। আমরা এখনো সব কন্ডিশনে খেলে অভ্যস্ত নই। বাউন্স উইকেটে খেলে আমরা অভ্যস্ত নই। আমরা একেবারে খেলতে পারি না তা কিন্তু নয়। কিন্তু এখনো আমরা বাউন্স উইকেটের সাথে মানিয়ে নিতে পারিনি। আমরা এখনো স্পিন-নির্ভর ক্রিকেট খেলি। আমাদের ভুলে গেলে চলবে না যে আগামী ক্রিকেট বিশ্বকাপ খেলা ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এটি মাথায় রেখেই আমাদের প্রস্তুতি নেয়া দরকার। তাদের আবহাওয়া এবং উইকেট নিয়ে এখনই কাজ করা উচিত।

তিনি আরো বলেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়তো আমরা আমাদের সুবিধা কাজে লাগিয়ে জিততে পেরেছি। ইংল্যান্ডে কিন্তু এমনটি করা যাবে না। ওখানে সব বল বাউন্স হবে। কোনো বল ডাউন হবে না বা নিচে দিয়ে আসবে না। সে কন্ডিশনে আমাদের খেলা কিন্তু কঠিন হবে। এটি মাথায় রেখেই আমাদের পরিকল্পনা করতে হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিনে দিনে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হচ্ছে বলেই কিন্তু আমরা ম্যাচগুলো জিততে পারছি। এটি অবশ্যই আমাদের জন্য আনন্দদায়ক। আমরা জিততেছি বলেই যে আমাদের ভুল নেই এটি কিন্তু ঠিক নয়। আমাদের ছোটখাটো যে ভুলগুলো আছে এগুলো দ্রুতই কাটিয়ে ওঠা উচিত। আমরা এখন সাত নম্বরে আছি, আমাদের এখন পরিকল্পনা করতে হবে কি করে আরো উপরের র‌্যাঙ্কিংয়ে ওঠা যায়। আমরা ওই লেভেলে যেতে হলে অবশ্যই আমাদের পারফর্ম করেই যেতে হবে। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা করে এগোতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়