শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাশ হয়ে যাব তবুও নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবো না’

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে আজ কোন গনতন্ত্র নাই । মানুষের কথা বলার অধিকার নাই। মানুষের বাক স্বাধীনতা আজ হরন করা হয়েছে। গনতন্ত্র উদ্ধারের জন্য আমরা নির্বাচনের মাঠে নেমেছি। কারো হুমকী-দুমকীতে আমরা ভীত নই। লাশ হয়ে যাব তবু নির্বাচনের মাঠ থেকে সড়ে দাঁড়াবো না।

রোববার বিকেলে হাসনাবাদ কামুচান শাহ মাজারের সামনে বিজয় র‌্যালী শেষে একথা বলেন। তথ্য- ইনকিলাব

গয়েশ্বর বলেন, নির্বাচনের দিন আপনারা বিএনপির তদন্ত প্রহরী হয়ে ভোট কেন্দ্র পাহাড়া দিবেন। আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমেই আমরা গনতন্ত্রকে উদ্ধার করে গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্জ নাজিম উদ্দিন,দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা এ্যাডভোকেট সুলতান নাসের, জয়নাল আবেদিন বাবুল,এ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী সেলিম, ঢাকা জেলা যুবদলের আহবায়ক রেজাউল কবীর পল, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহনেওয়াজ,সাধারন সম্পাদক মোঃ আজাদ হোসেন,আগানগর ইউনয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজী আসাদ খান, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ ও জিনিজিরা ইউনিয়ন যুবদলের সভাপিত মামুন প্রমুখ।

এর আগে ঢাকা-৩ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি বিশাল বিজয় র‌্যালী বের করা হয়েছে। বিকেলে দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া রাজ কমিউনিটি সেন্টারের সামনে থেকে এই বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটিতে দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ হাজার হাজার মানুষ যোগদেয়। র‌্যালীটিতে অংশগ্রহনকারীরা ধানের শীষে ভোট দেয়ার জন্য বিভিন্ন শ্লোগান দেয়। বিজয় র‌্যালীটি কালিগঞ্জ, খেজুরবাগ, পারগেন্ডারিয়া, মীরেরবাগ হয়ে হাসনাবাদ কামুচান শাহ মাজারের সামনে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়