শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বনামধন্য নির্মাতা সাইদুল আনাম লাইফ সাপোর্টে

আবু সুফিয়ান রতন : হঠাৎ অসুস্থ হওয়ায় স্বনামধন্য নির্মাতা সাইদুল আনামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানালেন ডিরেক্টর’স গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু।

তিনি জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টায় গুণী এই নির্মাতা হার্ট অ্যাটাক করেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। শারীরিক অবস্থা খারাপ দেখে চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন।

লাভলু বলেন, ‘টুটুল ভাইয়ের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা বলছেন তার ফুসফুসে পানি জমেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। সবাই টুটুল ভাইয়ের জন্য দোয়া করবেন।’

এই নির্মাতা আরও জানান, হাসপাতালে সাইদুল আনাম টুটুলের সহধর্মিণী মোবাশ্বেরা খানম রয়েছেন। এছাড়াও টুটুলের নির্মাণাধীন চলচ্চিত্র ‘কালবেলা’র টিমেরও অনেকেই আছেন।

ল্যাবএইডের ডাক্তার মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে সাইদুল আনাম টুটুলের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, সাইদুল আনাম টুটুল প্রথম নির্মাণ করেন ‘আধিয়ার’ সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল।

সম্প্রতি টুটুল তার দ্বিতীয় সিনেমা ‘কালবেলা’র কাজ শুরু করেছিলেন। এর শুটিং প্রায় শেষের পথে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়