শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট-৬ আসনে মহাজোট প্রার্থী নাহিদেকে শমসের মবিনের সমর্থন

মো. ইউসুফ আলী বাচ্চু : সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম একই আসনে মহাজোটের প্রার্থী নূরুল ইসলাম নাহিদের সমর্থনে তাঁর প্রার্থীতা প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন।

শমসের মবিন চৌধুরী ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় বারিধারায় বি. চৌধুরীর বাসভবন মায়া’বি-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন।

তিনি বলেন, যদিও প্রার্থীতা প্রত্যাহারে নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়সীমা আগেই শেষ হয়েছে, তবুও আমি বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো এবং আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকদের মাধ্যমে সিলেট-৬ আসনে মহাজোটের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি।

শমসের মবিন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সর্বক্ষেত্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরী। তিনি গত ৯ ডিসেম্বর উক্ত আসনে মহাজোটের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের সমর্থনে প্রার্থীতা প্রতাহার করে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়