শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্লিন চলচ্চিত্র উৎসবে স্থান পেল আলিয়া-রণবীরের ‘গুল্লি বয়’

মুসফিরাহ হাবীব: বিয়ে করতে না তরতেই একের পর এক খুশির জোয়ারে ভাসছেন বলিউড তারকা রণবীর সিং। ২৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘সিম্বা’। ছবিটির ট্রেলার এরই মধ্যে সাড়া ফেলেছে। এর চেয়েও বড় খুশি এনে দিয়েছে তার আরেকটি ছবি ‘গুল্লি বয়’।

বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এ সিনেমাটি। ভারতে মুক্তির আগেই ‘গুল্লি বয়’ জায়গা করে নিয়েছে ‘বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’।

ফিল্ম ফেস্টের অফিসিয়াল পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ৬৯তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে জোয়া আখতারের আগামী চলচ্চিত্র গুল্লি বয়। এ খবর পেয়ে আনন্দে আত্মহারা আলিয়া ভাট ও রণবীর সিং দুইজনেই।

সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপনা, ঝকঝকে স্ক্রিন প্লের নতুন চমক নিয়ে মুক্তির অপেক্ষায় আছে ছবিটি। বার্লিন চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়ারে স্থান পেয়েছে মোট ৬টি ছবি। এর মধ্যে প্রথম সারিতেই রয়েছে ‘গুল্লি বয়'।

বার্লিনের স্পেশালের অংশ হিসাবে ‘গুল্লি বয়’কে জার্মান চলচ্চিত্র ব্রেখট এবং ওয়াটারগেট নামক ডকুমেন্টারির সঙ্গেই নির্বাচন করা হয়েছে। ছবিটিতে আলিয়ার শিক্ষকের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং-কে। গল্পটি একটি রকস্টারের জীবন নিয়ে। ভারতীয় Rapper-দের জীবন ও তাদের উত্থান-পতনই ছবিটির মূল বিষয়।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে ‘গুল্লি বয়’। তার আগে ৭ ফেব্রুয়ারি বার্লিন চলচ্চিত্র উৎসবের পর্দায় আসবে ছবিটি। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়