শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:২৭ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার ৪৭ বছরে আমাদের প্রাপ্তি অনেক : সৈয়দ আবুল মকসুদ

ফাহিম বিজয় : শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, স্বাধীনতার ৪৭ বছরে আমাদের প্রাপ্তি অনেক । একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আমরা বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছি। সকল ক্ষেত্রেই আমরা আমাদের জায়গা থেকে উন্নতি করতে পেরেছি। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার ব্যপক উন্নতি হয়েছে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থান অনেক উন্নতি হয়েছে। আমরা শুধু রাজনীতির ক্ষেত্রেই পিছিয়ে রয়েছি। আমার মনে হয় গণতন্ত্রকে নিশ্চিত করার জন্য রাজনীতিবিদরা যথাযথ গুরুত্ব দেবেন।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে সবাই চায় দেশের অর্থনৈতিক উন্নতি হবে। অর্থনৈতিকভাবে দেশ উন্নতি করলে সার্বিকভাবেই দেশের উন্নতি হয়। দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হলে পুরো দেশের উপর এর প্রভাব পড়ে। তাই সবাই আশা করে দেশের অর্থনৈতিক অবস্থা যেন সবসময় ভালো থাকে।
তিনি আরো বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে, আরো প্রসার ঘটাতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েরা সুশিক্ষা অর্জন করা থেকে এখনো পিছিয়ে রয়েছে। তাদের শিক্ষার ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়া জরুরি। শিক্ষার প্রসারের জন্য অনেক কাজ করা হলেও তাদের দিকে সঠিকভাবে গুরুত্ব দেয়া হচ্ছে না।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চাই, আইনশৃঙ্খলার উন্নতি হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে এবং রাজনৈতিক পরিবেশের উন্নতি করতে হবে। সর্বোপরি দেশে সার্বিক উন্নতি হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই প্রত্যাশাগুলো আমাদের দেশের সবার। এটি আমাদের দেশের সার্বিক অগ্রগতি জন্য অপরিহার্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়