শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪০ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি-রোনালদোর ওপর ক্ষুব্ধ মদরিচ

স্পোর্টস ডেস্ক: মেসি-রোনালদো ছাড়া গত ১০ বছরে ফুটবলের ব্যক্তিগত সেরার পুরস্কার কেউই পাননি। কিন্তু একটি ব্যাপার গত ১০ বছরে সবার চোখেই খুব লেগেছে। যেবার মেসি পুরস্কার পেতেন, সেবার রোনালদো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতেন না। আবার রোনালদোর দিন অনুপস্থিত থাকতেন মেসি। অন্যজনের সাফল্যে যেন জ্বলে যেতেন অপরজন। ১০ বছর পর মেসি-রোনালদো নন, পুরস্কার জিতলেন লুকা মদরিচ। এবার মেসি-রোনালদোদের কাউকেই দেখা যায়নি এই অনুষ্ঠানে। এমন আচরণে ক্ষুব্ধ ক্রোয়েশিয়ান তারকা মদরিচ।

মেসি-রোনালদোর আধিপত্য খর্ব করে এবার জিতে নিয়েছেন ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অরের পুরস্কার দুটি। মেসি-রোনালদোর মধ্যে কেউই যেহেতু জিতেননি, আগের সেই ধারা অব্যাহত রেখে এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান দুটিতে দুজনের কাউকেই দেখা যায়নি। মেসিকে দেখা গেছে তার তিন ছেলের সঙ্গে বাসায় সময় কাটাতে, রোনালদোও ছিলেন পরিবারের সঙ্গেই। আরেক তারকা নেইমার অনুষ্ঠানে না এসে খেলেছেন ‘কল অফ ডিউটি’। খেলোয়াড়দের এই মানসিকতার তীব্র সমালোচনা করেছেন মদরিচ।

মেসি-রোনালদোর দিকে তোপ দেগে মদরিচ বলেছেন, ‘আমি আসলে জানি না তারা কেন এই অনুষ্ঠানগুলোতে আসে না। তাদের ইচ্ছা, তারা আসে না। মনে হয় তারা যখন এই পুরস্কার জেতে, তখনই খালি এই পুরস্কার দুটির দাম আছে, তা ছাড়া নেই। এটা ঠিক নয়। যারা ১০ বছর ধরে আপনাদের সেরা খেলোয়াড় বানাল, সেসব সতীর্থ, খেলোয়াড়, সাংবাদিক, কোচ, ম্যানেজার, ফুটবল-সংশ্লিষ্ট সবার কাছেই ব্যাপারটা (পুরস্কার প্রদান অনুষ্ঠানে না আসা) অবমাননাকর।’

তবে মদরিচ এটাও মনে করেন, মানুষ তাই করে থাকে, যা সে ভালো বলে মনে করে, ‘আমি আবারও বলছি, আসা না-আসা সম্পূর্ণ তাদের বিবেচনা, তাদের কাছে হয়তো মনে হয়েছে না আসাটাই যথার্থ।’

তবে মদরিচ এটা বেশ ভালো করেই জানেন, এবারের পুরস্কার দুটি তিনি জিতলেও বিশ্বের সেরা খেলোয়াড় তিনি নন। এ জন্য বারবার ইঙ্গিত করেছেন শুধু গত মৌসুমে নিজের পারফরম্যান্সের দিকে, ‘এ পুরস্কারগুলো মূলত এক মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে। আর এটাও সত্যি যে গত এক মৌসুমের পারফরম্যান্সের কথা মাথায় রেখেই বিশ্বব্যাপী সব খেলোয়াড়, কোচ, সাংবাদিক এই পুরস্কারের জন্য ভোট দিয়েছেন। নাকি তারা (মেসি-রোনালদো) বলতে চায়, তারা সবাই (সাংবাদিক, খেলোয়াড়, কোচ) একসঙ্গে ভুল মানুষকে ভোট দিয়েছে? পুরস্কারটা শুধু কোনো খেলোয়াড়ের দক্ষতার ওপর দেওয়ার হয় না। সেটা হলে ভোটাভুটি বাদ দিয়ে ফুটবলের সব পুরস্কার ভাগাভাগি করে শুধু মেসি-রোনালদোর কপালেই জুটত।’

গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে মদরিচের। রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি নিজের জাতীয় দল ক্রোয়েশিয়াকেও নিয়ে গেছেন বিশ্বকাপের ফাইনালে। সামনে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার হাতছানি। সেটা জিতে ২০১৮ সালটাকে যথাযথভাবে বিদায় দিতে পারবেন তো তিনি?

  • সর্বশেষ
  • জনপ্রিয়