শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলে বিজয় দিবসে মাশরাফির মায়ের ব্যতিক্রমী উদ্যোগ

জিরু শেখ : মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধার্থে শহর পরিষ্কারের দাায়িত্ব নিলেন নড়াইলের মাশরাফি ভক্তরা। বিজয় দিবসের শুরুতে শনিবার রাতে নড়াইল শহরে পরিচ্ছন্ন কর্মীর দায়িত্ব নিলেন একঝাঁক তরুণ। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহায়তায় এই কাজের সূচনা করেন মাশরাফির মা হামিদা মোর্তজা।

শনিবার রাত সাড়ে নয়টায় নড়াইল শেখ রাসেল সেতুর প্রান্তে রাস্তায় ঝাড়– দিয়ে তিনি কিশোরদের সাথে দেশ পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন। এসময় মাশরাফির মামা নাহিদ হোসেন, মাশরাফির ছোটভাই সিজার, নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহির, গৃহিনী লায়লা সুমন,ছাত্রনেতা চঞ্চল শাহরিয়ার, স্কাউট লিডার ইমন,রাতুল, শোভন,প্রিয়তীসহ শতাধিক কিশোর-তরুল-যুবক অংশ নেন। বিজয় দিবসের শুরুতে রাত ১২ টা ১ মিনিটে রূপগঞ্জ এলাকায় গিয়ে শহর পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ হয়।

নড়াইল ভলেন্টিয়ার এর টিমলিডার সাকিব বলেন,এলাকার পরিচ্ছন্ন কর্মীরা কত কষ্ট করে আমাদের শহর পরিষ্কার রাখে বিজয় দিবসে আমরা সেটা উপলব্ধি করতে চাই,আর এসব স্বপ্ন আমাদেও দেখাচ্ছেন আমাদের ক্যাপ্টেন মাশরাফি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জুনিয়র টিমের সদস্য রাসেল বিল্লাহ বলেন,মাশরাফি ভাই সবসময় বলেন,মাশরাফি ভাইয়ের স্বপ্ন-‘নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান’ সেই লক্ষ্যে আমরা কাজ করছি।আমরা এলাকার তরুণের এক হয়ে মাশরাফির স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।

ছেলেদের সাথে এক হয়ে মা হামিদা মোর্তজা বলেন,আমার ছেলেদের সকল ভালকাজের সাথে আমি আছি,আমরা সকলে মিলে এই দেশটাকে গড়ব,ছোটদের এই সব দেশ গড়ার কাজকে আমরা বড়রা এগিয়ে নিতে চাই-দেশটাকে পরিষ্কার করছি এটাই বিজয় দিবসে আমাদের মুক্তিযদ্ধের প্রেরণা। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়