শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:২৯ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে লটারির টিকেট কিনতে ব্যাংক ম্যানেজারের ৮৪ লাখ রুপি চুরি

আব্দুর রাজ্জাক : ভাগ্য পরীক্ষা করতে বা রাতারাতি ধনী হওয়া স্বপ্ন দেখে অনেকেই লটারির টিকেট কেনেন। কিন্তু এমন ঘটনা বিরল যে, চুরির অর্থ দিয়ে লটারির টিকেট কেনা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মেমারিতে সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে। সেখানে একজন ব্যাংক ম্যানেজার লটারির টিকেট কিনতে প্রায় ৮৪লাখ রুপি চুরি করেছেন। তবে বিস্ময়কর ব্যাপার হলো, ৮৪ লাখ রুপির জন্য তিনি কোন কাগজের মুদ্রা নেননি বরং পুরোটাই কয়েনে নিয়েছেন। হিন্দুস্তান টাইমস

৩৫ বছর বয়সী তারেক জাইসাল ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) ব্যাংকের সিনিয়র অ্যাসিস্টেন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কলকাতা থেকে মাত্র ৮২ কিলোমিটার দক্ষিণে মিমেরিতে তার ব্রাঞ্চটি অবস্থিত। সেখানে তিনি প্রায় ৮ বছর ধরে দায়িত্বপালন করছেন। এই শাখার মুদ্রাভান্ডার ছিল জাইসালের জিম্মায় তাই তিনি প্রায় ১৭ মাসে ধীরে ধীরে এখান থেকে প্রায় ৮৪ লাখ রুপি সরিয়েছেন। তার অর্থ সরানোর এই অভিনব পন্থার কারণে কেউ যেমন বুঝতে পারেনি তেমনি কেউ তাকে চোরও বলছেন না।

১৭ মাসে ৮৪ লাখ রুপি জমাতে তাকে মোট ৮ লাখ ৪০ হাজার কয়েন সরাতে হয়েছে। এতে প্রতিমাসে তিনি সরিয়েছেন ৫০ হাজার কয়েন এবং প্রতিদিন প্রায় ২ হাজার কয়েন কারণ এক মাসে ভারতে অফিস খোলা থাকে ২৫দিন।

বিপত্তি বাঁধে ব্যাংকের বার্ষিক অডিটে। গত ২৭ নভেম্বর এসবিআই ব্যাংকের বার্ষিক অডিট শুরু হয় এবং গত শুক্রবার তাকে দেশটির পুলিশ অর্থ আত্মসাতের অভিযোগে আটক করে আদালতে সোপর্দ করলে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পরে তিনি স্বীকারোক্তি দেন যে, কয়েনগুলো তিনি লটারির টিকেট ক্রয়ের জন্য চুরি করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়