শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনজেমার গোলে জয় পেয়ে তৃতীয় স্থানে রিয়াল

স্পোর্টস ডেস্ক : শনিবার স্থানীয় সময় বিকালে সান্তিয়াগো বের্নাবেউয়ে ১-০ গোলে জেতে রিয়াল। তিন দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোর কাছে ঘরের মাঠে রেকর্ড ব্যবধানে হেরেছিল সান্তিয়াগো সোলারির দল। এবার লা লিগায় করিম বেনজেমার একমাত্র গোলে অবনমন অঞ্চলের দল রায়ো ভাইয়েকানোকে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ।

বেনজেমার দারুণ নৈপুণ্যে ম্যাচের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠের বাঁ দিক থেকে লুকাস ভাসকেসকে লম্বা ক্রস বাড়িয়ে দ্রুত এগিয়ে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে ছোট ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। চলতি লিগে এটা তার ষষ্ঠ গোল। সপ্তদশ মিনিটে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে তার বরাবর শট নিয়ে হতাশ করেন মার্কো আসেনসিও। ৩৫তম মিনিটে টনি ক্রুসের দূরপাল্লার শট শেষ মুহূর্তে বাঁক খেয়ে পোস্টে লাগে।

দ্বিতীয়ার্ধের শুরুতে লুকা মদ্রিচের ছোট পাস পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে আবারও গোলরক্ষক বরাবর শট নেন স্প্যানিশ মিডফিল্ডার আসেনসিও। যোগ করা সময়ে থিবো কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। বেলজিয়ামের এই গোলরক্ষক স্প্যানিশ ফরোয়ার্ড আলেক্স আলেগরিয়ার বাইসাইকেল কিক ঠেকানোর পর ফিরতি বলে উরুগুয়ের ডিফেন্ডার এমিলিয়ানোর শটও দারুণ ক্ষিপ্রতায় রুখে দিলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

১৬ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে তৃতীয় স্থানে ওঠা রিয়ালের পয়েন্ট ২৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়