শিরোনাম

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৮ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিকারাগুয়ায় পত্রিকা অফিসে পুলিশের তল্লাশি

ওমর ফারুক: নিকারাগুয়ার পুলিশ বিরোধী দলের একটি পত্রিকা অফিসে তল্লাশি চালিয়েছে। সেখানে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাও ঘটেছে। পত্রিকাটি সরকার বিরোধী হিসেবে পরিচিত। ইয়ন

গত শুক্রবার নয় জন সশস্ত্র পুলিশ পত্রিকাটির অফিসে প্রবেশে করে কয়েকজনকে মারধর করে। কার্লোস ফার্নেন্দো চ্যামেরো নামের এক সাংবাদিক সার্চ ওয়ারেন্ট ছাড়া অফিসটিতে তল্লাশির কারণ জানতে চাইলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে।

চ্যামেরো পুলিশদের বলেন, আপনারা যা করছেন তা কতটুকু সত্য? যদি আপনাদের কাছে তল্লাশির কোনো আদেশ থাকে তাহলে সেটা দেখান।

তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ মোটেই সাংবাদিকদের কোনো আদেশ দেখাতে পারেনি। সুতরাং পত্রিকার নিজস্ব সম্পত্তি, গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর এটা একটা হামলা। পুলিশ আমাদের কাজের সরঞ্জামাদি ও কিছু কাগজপত্র জব্দ করেছে।

চ্যামেরো এসব সরঞ্জামাদি ফিরে নিতে পুলিশ সদর দপ্তরে গিয়েছিলেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

নিকারাগুয়ার কেন্দ্রীয় মানবাধিকার অফিস ও কয়েকটি এনজিও দেশটির পুলিশের দখলে রয়েছে। আইনপ্রণেতারা এসব প্রতিষ্ঠান চালানোর অনুমোদন বাতিল করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক জোসে মিগুয়েল বিভানকো টুইটারে বলেন, নিকারাগুয়ায় সাংবাদিকদের ওপর হামলা করে সরকার বিরোধী মতকে দমনের চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়