শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা সরকার উন্নয়নস্বার্থে আবার দরকার : এ কে আজাদ

মারুফুল আলম : এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেছেন, ব্যবসায়ী এবং চাকরিজীবীসহ সকল পেশার মানুষ চায় শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসুক। উন্নয়নের অনেকগুলো মেগাপ্রজেক্ট এখনো মাঝামাঝি অবস্থায় আছে, সেগুলো কমপ্লিট করার জন্য বর্তমান সরকারকে আবার দরকার। শনিবার ডিবিসি নিউজ’র টকশোতে তিনি এ কথা বলেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, অন্য যে কোনো সরকারপ্রধানের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। প্রত্যাশার কারণও আছে। তিনি উন্নয়নে যেরকম বিশ্বাসী তেমনি সহিংসতা বন্ধে কঠোর এবং তিনি সুষ্ঠু গণতন্ত্রের মানসকন্যা। অন্য রাজনৈতিক দলের ওপর হামলা বন্ধের যে আহবান তিনি করেছেন তা নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের কঠিনভাবে মেনে চলা উচিত।

তিনি আরো বলেন, একটি সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লাখ মানুষের রক্ত ও দেড় লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সে জায়গাটায় আমরা কম্প্রমাইজ করতে চাই না। মহাজোট এবং ঐক্যফ্রন্ট দুই জোটই কিন্তু কোনো অংশে এক্ষেত্রে কম না। একসময় আওয়ামী লীগের চরম বিরোধিতা করেছে, তারাও আজকে আওয়ামী লীগের কাঁধে ভর করে ক্ষমতায় আছে।

২০১৪ এর নির্বাচনে প্রাণহানির পাশাপাশি রপ্তানিমুখি এবং আমদানিমুখি পণ্য রাস্তায় পুড়িয়ে দেয়া হয়েছিলো উল্লেখ করে এফবিসিসিআই এর সাবেক সভাপতি বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা ভিন্ন হতে পারে, তবে গণমাধ্যমের খবরাখবর দেখলে এবং বাইরের সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী স্পষ্ট হয়ে যায় যে, আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসবে। তবে অবস্থাদৃষ্টে মনে হয় নির্বাচনে যথেষ্ট প্রতিদ্ব›িদ্বতা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়