শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

নিউজ ডেস্ক : (ইউএনবি) জাতিসংঘ ও বিদেশি বন্ধুরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ। ১৫ ডিসেম্বর, শনিবার ইউএনবিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

তিনি বলেন, তারা এখানে কোনো অশান্তি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের নাগরিকদের উন্নয়নের জন্যই তারা এখানে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন চান, যাতে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

স্টিফেন ডুজারিচ বলেন, ‘আমরা কিছু নীতিতে বিশ্বাস করি। যেখানে কোনো ভয়-ডর ছাড়া সু্ষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জাতিসংঘের সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ের অংশ নিয়ে মহাসচিবের মুখপাত্র আবারও জানালেন, তারা বাংলাদেশের এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। তবে নির্বাচনের ওপর তাদের সার্বিক পর্যবেক্ষণ রয়েছে।

বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থকে জাতিসংঘের সহায়তা চাওয়া প্রসঙ্গে ডুজারিচ বলেন, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ কার্যালয় এই নির্বাচনে সহায়তা করবে। সূত্র : প্রিয় ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়