শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী সহিংসতা চলছেই

সমকাল : একাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে নির্বাচনী সহিংসতাও পাল্লা দিয়ে বাড়ছে। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে খুলনার ফুলতলায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। রাজশাহীর দুর্গাপুরে বিএনপির প্রার্থী আওয়ামী লীগ কর্মীদের ধাওয়ার শিকার হয়েছেন। সিরাজগঞ্জে বিএনপির মিছিলে বাধা দেওয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে বিএনপি প্রার্থীসহ ২০ জন আহত হয়েছেন। গাজীপুরের কাপাসিয়া ও ঝালকাঠির নলছিটিতে বিএনপির গাড়িবহরে হামলায় প্রার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বেলকুচিতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিসে হামলা ও পোস্টার ছেড়ার অভিযোগ পাওয়া গেছে। বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি অফিসে অগ্নিসংযেগের ঘটনা ঘটেছে।

সাতক্ষীরার কলারোয়া বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি প্রার্থীসহ ৭ জন আহত হয়েছেন। নেত্রকোনায় বিএনপি দলীয় প্রার্থীর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। কাউখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ও মহাজোট প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মেহেরপুরের গাংনীতে ঐক্যফ্রন্টের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে।

এ ছাড়া নড়াইলের কালিয়ায় উপজেলা চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে আহত করা হয়েছে। বাজিতপুরে বিএনপি প্রার্থীর তিন নির্বাচনী কার্যালয়ে হামলা ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। নরসিংদীর পলাশে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বিএনপির হামলার ঘটনা ঘটেছে। রূপগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে আগুনে পুড়েছে বঙ্গবন্ধুর ছবি এবং মালপত্র। এসব স্থানসহ বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক।  অফিস ও প্রতিনিধিদের খবর:

খুলনা ও ফুলতলা :খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল শুক্রবার রাতে বোমা হামলা হয়েছে। ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু জানান, বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাত সোয়া ৮টার দিকে নিক্ষিপ্ত বোমাটি অফিসের পূর্ব পাশের দেয়ালে লেগে বিস্ম্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় তিনি এবং দলের নেতাকর্মীরা বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় নির্বাচনী কাজে ছিলেন।

ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে যাচ্ছেন।

রাজশাহী :রাজশাহীর দুর্গাপুরে প্রচারনা চালাতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া খেয়েছেন রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাদিম মোস্তফা। এ সময় আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয় ও দাউকান্দি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে জয়নগর ইউনিয়নের কানপাড়া ও দাউকান্দি বাজারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নাদিম মোস্তফা ফোনে বলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ সরদারের নেতৃত্বে এই হামলা করা হয়েছে। তবে তারা আমাকে ধাওয়া করেনি। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে।

তবে মজিদ সরদার ফোনে বলেন, 'নাদিম মোস্তফা একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি এলাকায় ঢুকছেন- এমন খবর পেয়ে বিক্ষুব্ধ জনগণ তাকে ধাওয়া করে। পরে নাদিম মোস্তফা পালিয়ে যায়।' তবে তিনি সেখানে ছিলেন না বলে দাবি করেন।

দুর্গাপুর থানার ওসি আব্দুল মোত্তালেব বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে ভাংচুর বা অগ্নিসংযোগের কোনো অভিযোগ পাইনি।

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জে মিছিলে বাধা দেওয়ায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার এ ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ২০ রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। জেলা বিএনপি কার্যালয়ের অদূরে ইবি রোড এবং ইসলামিয়া সরকারি কলেজের পূর্বদিকে ঢুলিপাড়া ও কদমতলা মোড়ে দফায় দফায় সংঘর্ষে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ কমপক্ষে ২০ জন আহত হন। এরমধ্যে পুলিশের ছোড়া শটগানের গুলিতে কোনাবাড়ির এলাকার রুবেল ও দীপু আহত হন বলে দাবি করেছে বিএনপি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ওসি মোহাম্মদ দাউদ বলেন, বিএনপির লোকজন হোসেনপুর মহল্লায় আওয়ামী লীগ প্রার্থী পোস্টার ছিড়ে ফেলে পুড়িয়ে দিচ্ছে, এমন খবরে পুলিশ সেখানে যাবার সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। বেশ ক'জন পুলিশও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এদিকে বৃহস্পতিবার রাতে জেলার বেলকুচিতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর ও পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। মুকুন্দগাতী, কড়ইতলা ও চালা সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

বগুড়া :বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সারিয়াকান্দি বালিকা বিদ্যালয় মোড় সংলগ্ন বিএনপি নেতা লাল মাহমুদের আধাপাকা বাড়ির সামনে কয়েকটি দোকানের একটিতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। সম্প্রতি সেটি দলের নির্বাচনী কার্যালয় হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া আগুনে সেখানে রাখা টেলিভিশন ও চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই আগুনে পাশে অবস্থিত কম্পিউটার ও মেশিনারি পার্টসের দুটি দোকানের মালামালও পুড়ে গেছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি আল-আমিন বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি অফিস বন্ধ করার হুমকি প্রদানের অভিযোগ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, 'এটা সত্য নয়। কাউকে দলীয় কার্যালয় বন্ধের নির্দেশ দেওয়া হয়নি।'

সাতক্ষীরা :সাতক্ষীরা-১ আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী প্রচার চালানোর সময় কলারোয়া বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কলারোয়া থানা থেকে মাত্র ১০০ গজ দূরে বল্ডফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সাতক্ষীরা সদর ও কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজু, পৌর কৃষক দলের সভাপতি বিএম সিরাজ, বিএনপি কর্মী রুহুল আমিন রুবেল ও উপজেলা যুবদল সহসভাপতি মোজাম হোসেন। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় সাংবাদিক তাজউদ্দীন রিপনকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।

হাবিবের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। তবে স্বপন অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

নেত্রকোনা :নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপিদলীয় প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের জেলা শহরের জয়নগরের বাসা ও তার প্রতিষ্ঠান নাবিলা ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। কিছু যুবক গতকাল দুপুরে হামলা চালিয়ে মোটরসাইকেল ও ডায়াগনস্টিক সেন্টারের উন্নতমানের এক্স-রে মেশিনসহ আসবাবপত্র ভাংচুর করে। নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কমপক্ষে ২২ নেতাকর্মীকে আটক করে। ওসি বোরহান উদ্দিন খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

এদিকে, জেলার কলমাকান্দা উপজেলা বিএনপি অফিস ও খারনৈ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুল হকের চেম্বার ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে পৃথকভাবে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপিদলীয় প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল জানান, সরকারদলীয় কতিপয় লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। কলমাকান্দার ইউএনও মো. জাকির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

গৌরনদী (বরিশাল) :গতকাল জুমার নামাজের আগে ও পরে গৌরনদীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত হয়েছেন। হামলাকারীরা এ সময় দুটি মোটরসাইকেল ও ধানের শীষের প্রচার মাইক ভাংচুর করে। ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন জানান, বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে সরিকলের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় উপজেলা সদরের বাদামতলা ও উপজেলার আধুনা, হোসনাবাদ, সেনেরহাট এলাকায় সড়কের পাশে অবস্থান নেওয়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

স্বপনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদীর পৌর মেয়র হারিছুর রহমান।

নোয়াখালী :নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের আঁধারে মিছিল নিয়ে ককটেল বিস্টেম্ফারণ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কাজিরখিল বাজারে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ৬-৭টি দোকান ভাংচুর, লুটপাট ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনার জন্য আওয়ামী লীগ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দায়ী করেছে।

এদিকে, নোয়াখালীর চাটখিলে পৌর মেয়র মোহাম্মদ উল্যার বাড়ি-সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার মধ্য রাতে উপর্যুপরি গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও গুলির ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক কিংবা চিহ্নিত করতে পারেনি।

পলাশ (নরসিংদী) : উপজেলার আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপের নির্বাচনী অফিসে ভাংচুর ও ককটেল বিষ্ম্ফোরণ ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়াপাড়া গ্রামে প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, পলাশ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। হামলায় তিনজন আহত হয়েছেন।

বাজিতপুর (কিশোরগঞ্জ) :বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের তিনটি নির্বাচনী অফিস ও দুই সমর্থকের দোকান ও বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া এক সমর্থকের দোকানপাটও ভাংচুর করা হয়েছে। গাজীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজ ভূঁইয়া জানান, বাজিতপুর পৌরসভার মেয়রের নেতৃত্বে আওয়ামী লীগের একদল কর্মী গাজীরচরে বিএনপির নির্বাচনী কার্যালয়ের আসবাব ভাংচুর করে ও বিএনপি সমর্থক ইউপি সদস্য আনার মিয়াকে কিলঘুষি দেয়। এ ঘটনার পরপরই খন্দকারকান্দি বিএনপির নির্বাচনী কার্যালয়ে এলোপাতাড়ি কুপিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এ সময় আবুল কালাম (৩০) ও আসাদ মিয়া (৫৩) নামে দুই বিএনপি কর্মীকেও কোপানো হয়।

কাপাসিয়া (গাজীপুর) :গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিএনপি প্রার্থী শাহ্‌ রিয়াজুল হান্নান গতকাল শুক্রবার সন্ধ্যায় সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজারে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনিসহ ১২ নেতাকর্মী আহত এবং তার গাড়িসহ অন্তত ৪-৫টি মোটরসাইকেল ভাংচুর হয়েছে।

সন্ধ্যা ৭টায় শহরের সাফাইশ্রীর দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সনমানিয়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে এ হামলা করা হয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ, যুবদল নেতা শফিকুল, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ,আশিক মিয়া ও অপর ৭ নেতাকর্মী আহত হন। হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে।

ঝালকাঠি : নলছিটিতে সন্ধ্যার পর বিএনপির ধানের শীষ প্রার্থী জীবা আমিনা খানের গাড়িবহরে হামলায় ৫ জন আহত হয়েছেন। গণসংযোগ শেষে নলছিটির মার্চেন্ট হাইস্কুল সড়ক হয়ে ঝালকাঠি আসার পথে শুক্রবার সন্ধ্যার পর সাথিরমোড় এলাকায় হামলা চালানো হয়। জীবা আমিনা খানের দাবি, নলছিটিতে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়ে ২টি গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করেছে। পুলিশ জানায়, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে নিরাপদে চলে যেতে সহায়তা করে। এ বিষয়ে নলছিটি উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম চৌধুরী বলেন, আমি বাসায় অসুস্থ। এ বিষয়ে কিছুই জানি না।

দাগনভূঞা (ফেনী) :দাগনভূঞায় ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজারে বৃহস্পতিবার বিকেলে ফেনী-৩ আসনের মহাজোট প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর (লাঙ্গল) সমর্থক ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার (আপেল) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী আবুল বাশারের নির্বাচনী কার্যালয় ও মহাজোট সমর্থকদের দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

এ ব্যাপারে দাগনভূঞা থানার ওসি সালেহ আহাম্মদ পাঠান জানান, ঘটনার পর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশে নিয়ন্ত্রণে রয়েছে।

কেশবপুর (যশোর) :যশোর-৬ (কেশবপুর) আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর ও গোপালপুর বাজারে স্থানীয় বিএনপির কর্মীরা ধানের শীষ প্রতীকের পোস্টার টাঙাতে গেলে তাদের বাধা সৃষ্টি ও মারধর করা হয়।

কালিয়া (নড়াইল) :অভিযোগ পাওয়া গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান শামীম রহমানসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে নড়াইল-১ আসনের বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী ও তার সমর্থকরা। গতকাল সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল বাজারে ঘটেছে ওই হামলার ঘটনা। তবে ওই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে নড়াগাতির মূলখানা গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িসহ চার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যানর সমর্থক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

মেহেরপুর :গাংনীতে বিএনপির প্রার্থী জাভেদ মাসুদ মিল্টনের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো একসময় অফিসটির ত্রিপলগুলো ছিঁড়ে আগুন ধরিয়ে দিলে সেগুলো পুড়ে যায়।

স্বরূপকাঠি (পিরোজপুর) :কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় কাম মহাজোট প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একটি মোটরসাইকেল, টিভিসহ আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাটাব জেলেপাড়া এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ মালপত্র পুড়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা বিএনপি-জামায়াতকে এজন্য দায়ী করেছেন।

ফরিদপুর :ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়িতে হামলা, মারধর ও গাড়ি ভাংচুরের অভিযোগে স্বতন্ত্র সাংসদসহ জড়িতদের বিচার দাবিতে আওয়ামী লীগের কর্মীরা মহাসড়ক অবরোধ করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সামিনাবাগ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্যাহ। কাজী জাফর উল্যার সমর্থক টিপু ভূইয়া (৩৯) বিয়ে বাড়ির কাছে আওয়ামী লীগের কার্যালয়ে বসে কাজী জাফর উল্যার পক্ষে প্রচার চালাচ্ছিলেন। বেলা ৩টার দিকে ওই পথ দিয়ে ফরিদপুর-৪ আসনের বর্তমান সাংসদ ও জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) একটি গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাড়িবহরের লোকজন নেমে ওই কার্যালয়টি ভাংচুর করে। এ সময় হামলাকারীরা টিপু ভূইয়াকে পিটিয়ে গুরুতর জখম করে।

এ অভিযোগের ব্যাপারে সাংসদ নিক্সনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সাংসদের সফরসঙ্গী ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন অভিযোগ সত্য নয় বলে জানান।

মানিকগঞ্জ :মানিকগঞ্জের সিঙ্গাইরে বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম শান্ত মোটরসাইকেল বহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপর দিকে আওয়ামী লীগের দাবি, বিএনপির নেতাকর্মীরা তাদের নির্বাচনী প্রধান ক্যাম্প ও মুক্তিযোদ্ধা সংসদ ভাংচুর করেছে। আগুন ধরিয়ে দিয়েছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিতে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী সভায় সভাপতিত্ব করা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধে মঞ্চ এবং বিদ্যালয়ের সভাপতির পার্কে হামলা চালিয়ে ভাংচুর করে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত সাবেক আইজিপি নূর মোহাম্মদের নির্বাচনী সভা করার জন্য মঞ্চ তৈরি করতে গেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট লায়ন মো. নূরুজ্জামান ইকবাল তাতে বাধা দেন। তিনি বিদ্যালয় মাঠে একটি মঞ্চ তৈরি করে নির্বাচনী সভায় সভাপতিত্ব করার ঘোষণা দেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম বিএসসি আপত্তি করেন। বিষয়টি আলোচনা করে সমাধানে পৌঁছতে না পারায় একটি পক্ষ শুক্রবার রাতের প্রথম প্রহরে বিদ্যালয় মাঠে নির্মিত মঞ্চটি ভাংচুর এবং বিদ্যালয় সন্নিকটে নুরুজ্জামান ইকবালের নির্মিত মরুদ্বীপ পার্কে হামলা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়