শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:৩৩ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফি নেই তাই ‘স্বস্তি’ উইন্ডিজের, কিন্তু সাকিব তো আছেন!

প্রথম আলো : ভদ্রলোক দেখি ফুটবলটা বেশ খেলেন। গা গরমের সময় ছোট ছোট পায়ে যেভাবে ড্রিবলিং করেন ছাত্রদের সঙ্গে, দেখে মজাই লাগে। তিনি সে অর্থে ফুটবলার নন, খেলেন নেহাতই শখের বশে। তাঁর মূল পরিচয়, সাবেক পাকিস্তানি লেগ স্পিনার। কদিন আগে স্পিন পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ক্যারিবীয়দের হয়ে মুশতাক আহমেদের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষেই।

উইন্ডিজে যোগ দিয়েই দেখছেন একের পর এক হার। একজন সাবেক স্পিনার হয়ে দেখছেন তাঁর দলের ব্যাটসম্যানরা কীভাবে বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে খাবি খাচ্ছেন। টেস্টে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশের কাছে ওয়েস্ট ইন্ডিয়ানরা হেরেছে ওয়ানডে সিরিজেও। টানা ব্যর্থতায় একটা দলের মানসিকভাবে উজ্জীবিত হওয়া কঠিন।

তবুও মুশতাক আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আশার কথাই শোনালেন, ‘জীবন সব সময়ই বহমান। এই ছেলেরা শেখার মধ্যে আছে। তারা কিন্তু দেশের মাঠে এই বাংলাদেশের বিপক্ষে সিরিজ (টেস্ট) জিতেছে। এখন শুধু দুটি ভালো ম্যাচ জেতার অপেক্ষায়। আমরা এখানে দ্বিতীয় ওয়ানডে জিতেছি। দলের সবাই খুবই ভালো ক্রিকেটার। তাদের এখন আরও ধারাবাহিক জেতার কায়দাটা শিখতে হবে।’

মুশতাককে আশাবাদী করছে আরও একটা বিষয়। ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ককে দেখা যাবে না ২০ ওভারের ম্যাচে। মাশরাফির না থাকাটা একটু যে উইন্ডিজকে সুবিধা দেবে, সেটিই বলছেন মুশতাক, ‘হ্যাঁ, একজন ভালো নেতা অনেক পার্থক্য গড়ে দেয়। একজন ভালো নেতা পুরো দলকে এক সুতোয় গেঁথে রাখে। যখন আপনি একজন ভালো অধিনায়ক পাবেন, সে পুরো দলকে এক করে রাখবে। এটা সব সময়ই একটা সুবিধা। তবে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা এমন কিছুই দেখছি না। নিজেদের মতো করে আমাদের খেলতে হবে, নিজেদের শক্তির দিকটা মনে রাখতে হবে। যদি সেটা করতে পারি, নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারি, যেকোনো দলের বিপক্ষেই আমরা জিততে পারব।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সাকিবও যে অধিনায়ক হিসেবে দুর্দান্ত, সেটি অজানা থাকার কথা নয় মুশতাকের। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও সাকিবের নেতৃত্বে বাংলাদেশ কিন্তু টেস্টে ক্যারিবীয়দের ধবলধোলাই করেছে। এমনকি বাঁহাতি অলরাউন্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। মাশরাফি, সাকিব বাংলাদেশের দুই অধিনায়ক যাঁর যাঁর জায়গায় সফল। টি-টোয়েন্টি সিরিজেও তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়