শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুক্তির কথা বিজয়ের গানে’ উপস্থাপক তারিন

আবু সুফিয়ান রতন : বিজয় দিবস উপলক্ষে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারও নির্মান করেছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন। ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানটিতে দেশাত্মবোধক এবং বিজয়ের গান গেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ৪ জন সঙ্গীত শিল্পী। তারা হলেন-সৈয়দ আব্দুল হাদী, এ্যান্ড্রু কিশোর, রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী।

ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশানে গানগুলি’র নান্দনিক চিত্রায়ন করা হয়। এছাড়াও মুক্তিযুদ্ধের একজন তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক মৌলভীবাজারের বিকুল চক্রবর্তী’র উপর রয়েছে একটি প্রতিবেদন। যিনি প্রকৃত দেশপ্রেম, দেশ গড়ার আদর্শ, ইতিহাসের সঠিক তথ্য আহরণ এবং নুতন প্রজন্মের প্রতি দায়িত্ববোধ থেকে এ পর্যন্ত ৫১টিরও বেশি মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শণীর আয়োজন করেছেন।

রয়েছে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামক একটি ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ‘রঙিন হবে আমাদের স্কুল’ নামে একটি ব্যতিক্রমী কার্যক্রমের উপর প্রতিবেদন। যাদের উদ্যোগে শহরের বিভিন্ন স্কুলের দেয়ালে দেয়ালে বিজ্ঞাপনের জায়গায় স্থান পেয়েছে রং-তুলির আঁচড়ে আঁকা মুক্তিযুদ্ধ ভিত্তিক অসংখ্য ছবি। আর এই কাজটি তারা করেন প্রতিবছর ৮ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে।

অনুষ্ঠানটির নির্দেশনা দিয়েছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর, রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে অনুষ্ঠানটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়