আবু সুফিয়ান রতন : ‘ইন্দুবালা’ ও ‘ইন্দুবালা ২’র পর এবার আছে গায়ক ও অভিনেতা ফজলুর রহমান বাবুর নতুন গান ‘ইন্দুবালা ৩’। সম্প্রতি নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও।
দেলোয়ার আরজুদা শরফের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অমিত। গানটিতে মডেল হয়েছেন আজিজ ও আদিবা। গানটি নির্মাণ করেছেন সামছুল হুদা।
গানটি সম্পর্কে নির্মাতা বলেন, আগের দুটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই ‘ইন্দুবালা ৩’ গানটির ভিডিও চেষ্টা করেছি ভালো কিছু করার। আশাকরি মিউজিক ভিডিওটি দর্শকরা খুব ভালো ভাবে গ্রহণ করবেন।
ইংরেজি নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান রনস্ মিউজিকের ব্যানারে ‘ইন্দুবালা ৩’ গানটির ভিডিওটি নির্মিত হয়েছে।