শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে জাতিগত সহিংসতায় নিহত ২১, আহত ৬১

ইমরুল শাহেদ : ইথিওপিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে শনিবার বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে জাতি গ্রুপগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষের কারণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। ইতোমধ্যে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ায় শত শত লোক সীমান্ত পেরিয়ে প্রতিবেশী কেনিয়ায় আশ্রয় নিয়েছেন।

দক্ষিাঞ্চলে ওরোমো ও অন্যান্য গ্রুপের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়েছে গত মার্চে ওরোমো জাতি থেকে আসা প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতা গ্রহণের পর থেকে। ইথিওপিয়ার বার্তা সংস্থাটি জানিয়েছে, কেনিয়ার সীমান্তবর্তী শহর ময়ালেতে সোমালিজ ও ওরোমোর মধ্যে এই সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার। তা শুক্রবারও অব্যাহত থাকে। বার্তা সংস্থাটি এ তথ্য জানিয়েছে, সোমালিয়া রিজিওন্যাল স্টেটের ডেপুটি মুখমাত্র সুরো মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে।
তিনি বলেন, বাস্তুচ্যুতরা কেনিয়া চলে গেছে। যারা ইথিওপিয়ায় রয়ে গেছেন তারা মানবিক সহায়তা পাচ্ছেন। এই দুইটি গ্রুপের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। কিন্তু ইদানিং এই সংঘাত অনেক বেশি হারে হচ্ছে। এই বছরের শুরুর দিকে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হওয়ার পর প্রায় পাঁচ হাজার লোক কেনিয়ায় আশ্রয় নিয়েছে। ইথিওপিয়ার সেনা বাহিনীর ভাষায়, দক্ষিণাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বেশ কিছু লোক নিহত হয়।

কেনিয়া সীমান্তের কাছে ময়ালের মানবাধিকারকর্মী ওয়ারিও সোরা বলেছে, ‘অরোমো ও সোমালি ঘাররেদের মধ্যে সংঘর্ষের সময় মানুষকে হত্যা করা হয়েছে, বাণিজ্যিক স্থানে বোমা হামলা চালানো হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পোড়ানোর হাত থেকে বাড়িঘরও রেহাই পায়নি।
ময়ালের সাব-কাউন্টি ডেপুটি কমিশনার পেট্রিক মুমালি শুক্রবার নিশ্চিত করেছেন যে, শত শত ইথিওপিয়ান কেনিয়ায় আশ্রয় নিয়েছে। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়